ইস্টবেঙ্গল তাঁবুর বাইরে ডার্বির আগের সেই চেনা ছবিটা শুক্রবার যেন উধাও। মাঠের ভিতর হাতে গোনা সমর্থকদের চিৎকারে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা। হাজির ক্লাবের বড় কর্তারাও। তবুও অনুশীলনের গুমোট ভাবটা যেন কাটছেই না। অন্দরের সমস্যার প্রভাব পড়ছে দলের উপর। অন্যান্য দিনের থেকে একটু চনমনে হলেও ডার্বির আগে ইস্টবেঙ্গলে যুদ্ধের আগের নিস্তব্ধতা। মাঠে করে দেখানোর অঙ্গীকারও নিয়ে ফেলেছেন অনেকেই। সে বেলো রজাকই হোক বা মেহতাব হোসেন। এদিনের অনুশীলনে মোহনবাগান বধের প্রস্তুতিতে গা ঘামাল পুরো দল।
প্রথম এগারোর মিডফিল্ড-ফরোয়ার্ডের সঙ্গে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য লড়িয়ে দিলেন প্রথম এগারোর রক্ষণকে। ডংয়ের সেটপিস, রন্টির গোলমুখি শট সামলালেন অর্ণব, রাহুলরা। বড় ম্যাচে এই প্রথম লাল-হলুদের শেষ রক্ষণ সামলাবেন রেহনেশ। এতদিন দেখেছেন উত্তর-পূর্বের ফুটবল আবেগ। তার সঙ্গে অনেকটাই মেলাতে পারছেন কলকাতার ফুটবল উন্মাদনাকে। কিন্তু এক লাখের গ্যালারি যখন একসঙ্গে চিৎকার করবে সেই অনুভূতিটার অপেক্ষায় আইএসএল-এর সফল এই গোলকিপার।
ইস্টবেঙ্গলের প্রথম এগারো নিয়ে বিশেষ কোনও জল্পনা নেই। বিকল্পের সংখ্যাও কম। এক বিদেশি কম নিয়েই আই লিগের প্রথম ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। মেন্ডির শহরে এসে পৌঁছনোর কথা ম্যাচের আগের দিন মধ্যরাতে বা ম্যাচের দিন সকালে। তার পর খেলা প্রায় অসম্ভব। তিন বিদেশিকে নিয়েই দল সাজিয়ে ফেলেছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। রাইটব্যাকে এতদিন সামাদকে ব্যবহার করলেও ম্যাচের গুরুত্বের কথা মাথায় রেখে রাহুল ভেকেকে খেলতে দেখা যাবে এই পজিশনে। অনূর্ধ্ব-২২ প্লেয়ার অবিনাশ। যাঁর উপর ভরসা রেখেছিলেন আর্মান্দো কোলাসোও। বাকি দল প্রত্যাশিতই।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: রেহনেশ, রাহুল ভেকে, অর্ণব মণ্ডল, বেলো রজাক, রবার্ট, মেহতাব হোসেন, অবিনাশ রুইদাস, হরমনজ্যোত খাবরা, বিকাশ জাইরু, ডো ডং, রন্টি মার্টিন্স।