ইস্টবেঙ্গল মালয়েশিয়ায় আই লিগের প্রস্তুতি নিচ্ছে। তাই ট্রফি উদ্বোধন অনুষ্ঠান নিয়ে সমস্যায় ফেডারেশন। ঠিক ছিল অধিনায়কদের নিয়ে হবে অনুষ্ঠান। পরিবর্তিত পরিস্থিতিতে তা করার চেষ্টা হচ্ছে ২৩ বা ২৪ অক্টোবর। দিল্লিতেই অনুষ্ঠান করার চেষ্টা চলছে। ফেডারেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সুনন্দ ধর বললেন, ‘‘ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে বিদেশে যাবে জানানোয় সমস্যায় পড়েছি। ওরা ২২ অক্টোবর ফিরবে। তার পরই চেষ্টা হচ্ছে ট্রফি উদ্বোধনের।’’ শুক্রবার ক্লাবগুলিকে সূচি পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে ২৬ অক্টোবর চেন্নাই এফ সি বনাম ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। কলকাতায় আই লিগের প্রথম ডার্বি ১৬ ডিসেম্বর। যুবভারতীতে ফিরতি ডার্বি ২৭ জানুয়ারি।
গত বারের চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাব ২৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। কলকাতার দুই প্রধান নামছে ২৭ অক্টোবর। কোজিকোড়ে মোহনবাগান খেলবে গোকুলম এফ সির সঙ্গে। খেলা বিকেল পাঁচটায়। ইম্ফলে অন্য ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে নেরোকা এফ সি-র সঙ্গে। দুপুর দুটোয়। ঘরের মাঠে মোহনবাগানের প্রথম ম্যাচ ৭ নভেম্বর। প্রতিপক্ষ আইজল এফ সি। যুবভারতীতে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৩ নভেম্বর। চেন্নাইয়ের সঙ্গে। ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘স্পনসরদের সঙ্গে কথা বলে সূচি হয়েছে। দিন পরিবর্তন করা যাবে না।’’ ইস্টবেঙ্গল আই লিগের প্রস্তুতি নিতে কুয়ালা লামপুরে অনুশীলন শুরু করে দিয়েছে। মালয়েশিয়ার কয়েকটি দলের সঙ্গে আল আমনাদের প্রস্তুতি ম্যাচ খেলার কথা। রবিবার ইস্টবেঙ্গল খেলবে সেলেঙ্গার এফ সি-র সঙ্গে।
কিন্তু মোহনবাগানে আই লিগে প্রথম ম্যাচের পর দিনই নির্বাচন। বাকি দুই বিদেশি কবে পাবেন তা নিয়ে ধন্দে মোহনবাগান কোচ। বললেন, ‘‘সূচি ভালই হয়েছে। গত বার শুরুতেই ডার্বি ছিল। নতুন বিদেশি না পেলে চারজনকে নিয়েই খেলব।’’