রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র
আইসিসি-র নিয়ম অনুযায়ী বলে থুতু লাগিয়ে পালিশ করার পদ্ধতি বন্ধ। কিন্তু ঘামের ব্যবহারে বাধা নেই। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় মনে করেন, ঘামের ব্যবহারেও একই রকম পালিশ করা যায় বল। বিশেষ কোনও পার্থক্য বোঝা যায় না।
বুধবার ফেসবুক লাইভে এসে দ্রাবিড় বলছিলেন, ‘‘জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু। সেখানেই পরিষ্কার হয়ে যাবে, ঘামের ব্যবহারে বল পালিশ করলে সুইং করে কি না। যদি প্রমাণ হয়, বল পালিশ করা যাচ্ছে। তা হলে কৃত্রিম পদার্থ আবিষ্কার করে বল পালিশ করার প্রয়োজন নেই।’’ প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখার জন্য বোলার-সহায়ক পিচ তৈরির প্রস্তাব দিয়েছেন দ্রাবিড়। বলছিলেন, ‘‘পরিবেশ অনুযায়ী পিচ বানানো হোক। কোথাও পিচে ঘাস রেখে দেওয়া যেতে পারে। পেসারদের সাহায্যের জন্য। কোথাও স্পিনারদের জন্য ঘূর্ণি পিচ বানানো হোক। তাতে ব্যাটসম্যান ও বোলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে।’’
দ্রাবিড় এখন থেকেই উত্তেজিত ডিসেম্বরের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে। বলছিলেন, ‘‘অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে পেয়ে ফুঁসবে। গত বারের সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি থাকবে ওরা। কিন্তু আমাদের পেসারদের সামলানো কঠিন। এটা কিন্তু ভারতীয় ক্রিকেটের সব চেয়ে ভাল পেস বিভাগ। অস্ট্রেলিয়ায় কী করে, সেটাই দেখার।’’ অস্ট্রেলিয়ার মাটিতে স্লেজিংয়ের মুখে বিরাট কোহালিকে যে পড়তে হবে, তা প্রায় বলেই দেওয়া যায়। কিন্তু দ্রাবিড় নিশ্চিত, ভারতীয় অধিনায়ক সেই চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। বলছিলেন, ‘‘বিরাট চ্যালেঞ্জ পছন্দ করে। আমি শুধু দেখতে চাই, কতটা আগ্রাসী হয়ে ওঠে ও। আর সেই আগ্রাসন বিপক্ষ কী ভাবে সামলায়।’’
ক্রিকেট দুনিয়ায় ‘সুলতান অব সুইং’ বলে পরিচিত ওয়াসিম আক্রম মনে করেন, নতুন নিয়মের ফলে বোলাররা সব ‘রোবট’ হয়ে যাবে। পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘‘যা দেখছি, বোলাররা এ বার সব রোবট হয়ে যাবে। আসবে, বল করবে, চলে যাবে। কোনও ভাবেই সুইং করাতে পারবে না।’’