David beckham on Wayne Roony's retirement

এখনই দেশের জার্সি খুলে রেখ না রুনি: বেকহ্যাম

কিছুদিন আগেই ওয়েন রুনি ঘোষণা করে দিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলবেন না। ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম রুনির এই সিদ্ধান্তে মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করে বসলেন তিনি। ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যেতে অনুরোধ করলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৪
Share:

ডেভিড বেকহ্যাম। ছবি: এএফপি।

কিছুদিন আগেই ওয়েন রুনি ঘোষণা করে দিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলবেন না। ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম রুনির এই সিদ্ধান্তে মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করে বসলেন তিনি। ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যেতে অনুরোধ করলেন তিনি। স্লোভাকিয়ার বিরুদ্ধে রবিবার জীবনের ১১৬তম ম্যাটটি খেলতে চলেছেন তিনি। দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা শিরোপা উঠতে চলেছে রুনির মাথায়। ভেঙে ফেলবেন বেকহ্যামের রেকর্ড।

Advertisement

বেকহ্যাম বলেন, ‘‘আজ রুনি ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড করে ফেলবে। কিন্তু আমি শুনতে পাচ্ছি ও নাকি জাতীয় দলের হয়ে আর খেলবে না। ও নাকি অবসর নিচ্ছে। সত্যি? একজন প্লেয়ার তখনই অবসর নিতে পারেন যখন সে প্রস্তুত।’’ বেকহ্যামের কথাই বুজিয়ে দিচ্ছে রুনির অবসরের কথায় রীতিমতো হতাশ তিনি। বেকস আরও বলেন, ‘‘দেশের হয়ে খেলাটা গর্বের। ওয়েম্বলিতে দেশের জার্সিকে বিদায় জানানোও একজন ফুটবলারের জন্য সেরা অনুভূতি। যেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সারা বিশ্ব এই খেলাটাকে ভালবাসে আর যারা খেলে তারা দেশের হয়ে খেলতে চায়। ততদিন খেল যতদিন পারবে। শুভেচ্ছা বন্ধু।’’

আরও খবর

Advertisement

রাশিয়া বিশ্বকাপ, তার পরই অবসর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement