অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। তবে, ভারতের বড় জয়ের থেকেও দর্শক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে তরুণ পেসার কমলেশ নগরকোটি। নিউজিল্যান্ডের মাটিতে নগরকোটির আগুনে পেস নাস্তানাবুদ করেছে অজিদের। ঘণ্টায় ক্রমাগত ১৪৫ কিলোমিটারের উপর বল করার ক্ষমতা যে তাঁর আছে তা দেখিয়ে দিয়েছেন এই তরুণ পেসার।
১৯৯৯-এর ২৮ ডিসেম্বর রাজস্থানের বারমেরে জন্মগ্রহণ করেন নগরকোটি।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের হয়েও খেলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিকও আছে এই তরুণ পেসারের। বিজয় হাজারে ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কমলেশ।
নগরকোটির দুর্ধর্ষ বোলিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সহবাগ।