কুস্তিতে ভারতকে ব্রোঞ্জ দিলেন দিব্যা

কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের কুস্তিগিরকে এক তরফা ১০-০ হারিয়েছিলেন দিব্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০৩:৪৯
Share:

তৃপ্তি: ৬৮ কেজি বিভাগে পদক জিতলেন দিব্যা। ফাইল চিত্র।

মহিলাদের এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন ভারতের দিব্যা কাকরান ও মঞ্জু কুমারী। এশিয়ান গেমসেও ৬৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন দিব্যা। বৃহস্পতিবার এশীয় চ্যাম্পিয়নশিপে প্লে-অফে তিনি মঙ্গোলিয়ার বাতসেসেগ সোরোনজ়নবোল্ডকে হারিয়ে ব্রোঞ্জ পান। তার আগে মঞ্জু কুমারী ভিয়েতনামের থি হুয়োং দায়ো-কে ১১-২ হারিয়ে ব্রোঞ্জ জেতেন।

Advertisement

তবে এই দুই কুস্তিগির ব্রোঞ্জ পেলেও প্লে-অফে যাওয়া ভারতের আর এক মহিলা কুস্তিগির সীমা ৫০ কেজি বিভাগে কাজ়াখস্তানের ভ্যালেন্তিনা ইভানোভনা ইসলামোভার কাছে ৫-১১ হেরে যাওয়ায় পদক হাতছাড়া করেন। ফলে পদকের হ্যাটট্রিক হয়নি ভারতের।

এর আগে সেমিফাইনাল বাউটে হেরে গিয়েছিলেন দিব্যা ও মঞ্জু। কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের কুস্তিগিরকে এক তরফা ১০-০ হারিয়েছিলেন দিব্যা। অন্য দিকে, মঞ্জু হারিয়েছিলেন কাজ়াখস্তানের কুস্তিগিরকে। ৫৫ কেজি ও ৭৬ কেজি বিভাগে ললিতা ও পূজা কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement