আলিয়াই প্রেরণা দিচ্ছেন দীপাকে

এপ্রিলে কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে। তার জন্য দীপা কতটা প্রস্তুত জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি প্রস্ততি শুরু করে দিয়েছি। আস্তে আস্তে প্র্যাকটিসে জোর বাড়াচ্ছি। দেখা যাক কী হয়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৩
Share:

তিনি কবে চোট সারিয়ে ফিরে আসবেন সে দিকে তাকিয়ে তাঁর ভক্তরা। রিও অলিম্পিক্সে যে ভাবে ভারতীয় জিমন্যাস্টিক্সকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছেন তাতে ২০২০ অলিম্পিক্সে তিনিই অন্যতম ভরসা দেশের। কিন্তু চোটের সমস্যা পিছু ছাড়ছে না। তিনি—দীপা কর্মকার অবশ্য ভেঙে পড়ছেন না। বরং নতুন ভাবে ফিরে আসতে তিনি মরিয়া। আর এই লক্ষ্যে তাঁকে প্রেরণা জোগাচ্ছেন রাশিয়ার জিমন্যাস্ট আলিয়া মুস্তাফিনা।

Advertisement

কে আলিয়া মুস্তাফিনা?

২০১২ লন্ডন অলিম্পিক্সে চারটি পদক জিতে চমকে দিয়েছিলেন আলিয়া। অলিম্পিক্সের প্রস্তুতি নেওয়ার সময় তাঁর লিগামেন্ট ছিঁড়ে যায়। তখন বছর খানেক আর বাকি লন্ডন অলিম্পিক্সের। তাতেও দমানো যায়নি আলিয়াকে।

Advertisement

দীপা বলেন, ‘‘আলিয়া মুস্তাফিনাকে দেখুন। আসাধারণ সাহসিকতা দেখিয়ে সোনা, রুপো আর দুটো ব্রোঞ্জ জিতেছিলেন অলিম্পিক্সে। কেউ ভেবেছিল উনি এটা পারবেন?’’ আলিয়ার মতোই দীপারও লিগামেন্ট ছিঁড়ে যায় চলতি বছরের গোড়ার দিকে প্র্যাকটিস করার সময়। পরে তাঁর অস্ত্রোপচারও করতে হয়। সেই চোট সারিয়ে দীপা ফিরে আসতে প্রস্তুত। তিনি বলেন, ‘‘আমি একেবারে সুস্থ এখন। অস্ত্রোপচার নিয়ে ভাবব কেন। এখন শুধু প্র্যাকটিসের কথা ভাবছি। আরও প্র্যাকটিস করতে হবে।’’

এই চোট পাওয়াটা কী তাঁর কাছে ধাক্কা? জানতে চাইলে দীপা বলেন, ‘‘আমি মানসিক ভাবে এখন আরও শক্তপোক্ত। লক্ষ্যপূরণ করাটাই আমার উদ্দেশ্য।’’ এপ্রিলে কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে। তার জন্য দীপা কতটা প্রস্তুত জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি প্রস্ততি শুরু করে দিয়েছি। আস্তে আস্তে প্র্যাকটিসে জোর বাড়াচ্ছি। অলিম্পিক্স আর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগেও তিন মাস সময় পেয়েছিলাম। দেখা যাক কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement