অলঙ্করণ বিমল দাস।
বিশ্বের ২৫ জন সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় ঢুকে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ফোর্বস্ ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী ১০০ খেলোয়াড়দের যে হিসেব পেশ করেছে, তাতে ধোনি রয়েছেন ২৩ নম্বরে। ভারত তো বটেই, গোটা উপমহাদেশেই তাঁর ধারেকাছে কেউ নেই! তাঁর সারা বছরের মোট রোজগার না কি ৩ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার!
হিসেব বলছে, ফি বছরে ধোনি শুধুমাত্র খেলা থেকেই উপার্জন করেন ৪০ লক্ষ মার্কিন ডলার। আর বাকিটা? কেন, তাঁকে কি দেখা যায় না হরেক বিজ্ঞাপনে? বিনোদনের দুনিয়া যে সব চেয়ে বেশি উপার্জনের পথ খুলে দেয়, তাতেই বা নতুন কথা কী! সেই বিজ্ঞাপনের সূত্রেই ধোনির উপার্জন হয় বছরে ২৭ লক্ষ মার্কিন ডলার।
এই উপার্জন দেখে চোখ কপালে তুললে কিন্তু ভুল হবে। হিসেব বলছে, এই বছরে বিশ্বের ১০০ জন ধনী খেলোয়াড়দের মধ্যে নিজের জায়গাটা কিছুটা নড়বড়ে করে ফেলেছেন ধোনি। ফোর্বস্-এর হিসেব অনুযায়ী গত বছরে তিনি ছিলেন ২২ নম্বরে। এ বছর তার মানে উপার্জন কমেছে তাঁর। এক ধাপ নেমে আসা তো চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছে।
তা, ধোনি না-হয় এ বছরে দখল করে রেখেছেন ২৩ নম্বর জায়গাটা। একেবারে শুরুর দিকে আছেন কারা?
ধোনি এক ধাপ নেমে এলেও অন্যান্য বছরের মতো এ বারও একেবারে প্রথম সারিতে রয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তাঁর সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন গলফ্ খেলোয়াড় চাইগার উডস্, টেনিস থেকে রজার ফেডেরার আর পর্তুগিজ ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।