Sports News

ধোনি অপসারিত! পুণের ক্যাপ্টেন করা হল স্মিথকে

আইপিএল-এর খেলোয়াড় নিলামের ঠিক আগের দিন বড় ধাক্কা এল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে। রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। তাঁর জায়গায় দলের নতুন অধিনায়ক অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৭
Share:

আইপিএল-এর খেলোয়াড় নিলামের ঠিক আগের দিন বড় ধাক্কা এল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে। রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। তাঁর জায়গায় দলের নতুন অধিনায়ক অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ। এই রদবদলের কথা স্বীকার করে নিয়ে পুণে টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, “হ্যাঁ, আমরা স্টিভ স্মিথকেই ক্যাপ্টেন করছি। গত মরসুম শেষ হওয়ার পর থেকেই আমি এটা ভাবছিলাম এবং সেই মতো আমার ম্যানেজমেন্ট টিমের সঙ্গেও কথা বলছিলাম। টিমের স্বার্থে আমরা তরুণতর অধিনায়কের কথা ভাবলাম। আমাদের দল অভিজ্ঞতা এবং তারুণ্যের এক চমত্কার মিশ্রণ এবং দলকে চাঙ্গা করতে আমাদের দরকার একজন তরুণ মন, তরুণ নেতা, যে নতুন ভাবে চিন্তা করতে পারবে।”

Advertisement

আরও খবর: কাল দশম আইপিএলের নিলাম: কোন দলের কী চাই

গত বারের আইপিএল-এ আটটা দলের মধ্যে সাতে শেষ করেছিল পুণে। টিম সূত্রে খবর, ধোনির অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট ছিল না ম্যানেজমেন্ট। তবে টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়ক পরিবর্তনের ঘোষণা করার সঙ্গে সঙ্গে দরাজ প্রশংসা করেছেন ধোনিরও। বলেছেন, “আমার বলার অপেক্ষা রাখে না যে, ও একজন বিরাট মাপের খেলোয়াড় এবং অধিনায়ক। এটা নিয়েও কোনও সন্দেহ নেই যে ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক হিসেবে টিমের একজন মেরুদণ্ড হিসেবেই ও থাকবে। ক্যাপ্টেন ধোনির থেকে আমি অনেক কিছু শিখেছি। বিশেষত চাপের মুখে ওর শান্ত থাকার ক্ষমতা।” নতুন অধিনায়ক স্টিভকে ধোনি পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবে বলেও আস্থা রেখেছেন সঞ্জীব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement