হারের কারণ শিশির, বলে গেলেন ধওয়ন

অস্ট্রেলিয়ার নতুন তারকা অ্যাশটন টার্নারই যে মোহালির ম্যাচ তাঁদের হাত থেকে বার করে নিলেন, তা স্বীকার করলেন শিখর ধওয়ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০৩:৩০
Share:

হতাশ: সেঞ্চুরি করলেন শিখর। তবে এল না জয়। ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার নতুন তারকা অ্যাশটন টার্নারই যে মোহালির ম্যাচ তাঁদের হাত থেকে বার করে নিলেন, তা স্বীকার করলেন শিখর ধওয়ন। তবে তাঁর ধারণা, এত শিশির না পড়লে টার্নার এ ভাবে দলকে জেতাতে পারতেন না।

Advertisement

রবিবার চলতি সিরিজের চতুর্থ ওয়ান ডে-তে ধওয়নের ১৪৩ রানের ইনিংস সত্ত্বেও ভারত চার উইকেটে হারে। ম্যাচের পরে সাংবাদিকদের ধওয়ন বলেন, ‘‘এখানে রাতে এত শিশির পড়বে আমরা বুঝতেই পারিনি। আমাদের বোলাররা ঠিকমতো বল গ্রিপ করতে পারেনি। টার্নার সত্যিই ভাল ব্যাটিং করে ম্যাচটা বার করে নিয়েছে। ওকে কৃতিত্ব দিতেই হবে। দুর্দান্ত কিছু শট খেলেছে। অনেকগুলোই গ্যালারির ছাদের উচ্চতায় উঠে যায়। দারুণ ছন্দে থেকে ঠাণ্ডা মাথায় দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় ও। তবে এত শিশির না পড়লে টার্নার এই বড় শটগুলো খেলতেই পারত না।’’

রাঁচীতে গত ম্যাচে শিশির না পড়ায় সমস্যা হয়েছিল ভারতীয় দলের। আর এই ম্যাচে শিশির পড়ায় হেরে গেলেন তাঁরা। তেমনই বললেন ধওয়ন। তাঁর মতে, ‘‘রাঁচীতে আমরা ভেবেছিলাম রাতে শিশির পড়বে, কিন্তু পড়েনি। আর এখানে আমরা ভেবেছিলাম শিশির পড়বে না। কিন্তু ভালই পড়ল। ৩৮ ওভার পর্যন্ত আমাদের বোলারদের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচটা। কিন্তু শেষ দিকে বল ব্যাটে ভাল ভাবেই আসতে শুরু করে। বাউন্সও ভালই হচ্ছিল, যার ফলে ইচ্ছেমতো শট খেলতে

Advertisement

পেরেছে ওরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement