আইপিএল এখনও শুরু হয়নি। কিন্তু, ইতিমধ্যেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তিনি ‘রহস্যময়’ স্পিনার বরুণ চক্রবর্তী। নিলামে সবাই আগ্রহ দেখালেও কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে পেয়েছে। এই রহস্যময় স্পিনার সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক।
ক্যারম বল, গুগলি, ফ্লিপার, সঙ্গে অফব্রেক, লেগব্রেক, টপস্পিন— সব কিছুতেই সমান দক্ষ। ব্যাটসম্যানের পায়ের পাতা লক্ষ্য করে স্লাইডার দেওয়ার ক্ষেত্রেও তাঁর জুড়ি নেই।
এ বারের চেন্নাই প্রিমিয়ার লিগে ৪০ ওভার হাত ঘুরিয়ে বরুণের ডট বলের সংখ্যা ১২৫! ইকনমি রেট ৪.৭। রীতিমতো সাড়া জাগানো। বিজয় হাজারে ট্রফিতে নয় ম্যাচে ৪.২৩ ইকনমি রেটে নেন ২২ উইকেট।
১৩ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু। ১৭ বছর বয়স পর্যন্ত উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। পরে কিছুদিন ক্রিকেটের বাইরে।
প্রায় বছর পাঁচেক পর ফের ক্রিকেটে মন দেন। এ বার জোরে বোলার হয়ে ওঠাই ছিল লক্ষ্য। কিন্তু চোট পাওয়ায় তা পরিণতি পায়নি। তখন স্পিনার হয়ে ওঠার চেষ্টা করেন। তাতেই সিদ্ধিলাভ।
তামিলনাডু প্রিমিয়ার লিগে খেলেই ক্রিকেটমহলের নজরে প্রথমবার আসেন তিনি। চেন্নাই সুপার কিংসের নেটে বল করেছিলেন। গত আইপিএলে কেকেআরের নেটেও তাঁকে বল করতে ডেকেছিলেন অধিনায়ক দীনেশ কার্তিক।
দেশের হয়ে খেলেননি কখনও। কিন্তু, আইপিএলের নিলামে ৮.৪০ কোটি দর। তোলপাড় সোশ্যাল মিডিয়া। তোলপাড় ক্রিকেটমহলও।