পস্টিগাকে নিয়ে আজ সিদ্ধান্ত নেবেন মলিনা

দিয়েগো ফোরলান বনাম হেল্ডার পস্টিগার লড়াই কী শেষ পর্যন্ত হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০২:২৯
Share:

যুযুধান। হিউম-ফোরলান। মুম্বইয়ে মুখোমুখি।

দিয়েগো ফোরলান বনাম হেল্ডার পস্টিগার লড়াই কী শেষ পর্যন্ত হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে?

Advertisement

সোমবার রাত পর্যন্ত অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি আটলেটিকো দে কলকাতার কোচ জোসে মলিনা। এ দিন দুপুরে কলকাতা থেকে মুম্বই পৌঁছন হিউম, দ্যুতিরা। সন্ধ্যায় টিমের সঙ্গে অনুশীলনেও নেমেছিলেন কলকাতার মার্কি পস্টিগা। মুম্বই-তে ফোন করে জানা গেল, পুরো অনুশীলন করলেও তেমনভাবে টানা দৌড়তে পারেননি তিনি। এবং অনুশীলনের পর বাইরে এসে পস্টিগা বলেছেন, তাঁর এখনও সামান্য ব্যথা আছে। সেটা শোনার পর মলিনা তাঁর কোচিং স্টাফদের জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এটিকে-র পরের ম্যাচ জিকোর গোয়ার সঙ্গে রবীন্দ্র সরোবর স্টে়ডিয়ামে। পস্টিগা খেলতে গিয়ে চোট পেলে সমস্যা বাড়তে পারে সেটাও তাই মাথায় রাখতে হচ্ছে মলিনাকে। তাই তিনি দোটানায়।

ফোরলানের টিমের বিরুদ্ধে জেতার জন্য পস্টিগাকে তাঁর দরকার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কলকাতা কোচ। কারণ আলেজান্দ্রে গুইমারেসের টিম গুরুত্বপূর্ণ ফুটবলারদের অনেককে বাইরে রেখেও এখনও অপরাজিত। দু’টি ম্যাচের দুটিতেই জিতেছে মুম্বই। এবং দু’টো জয়ের ক্ষেত্রেই উরুগুয়ে স্ট্রাইকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটাতে তিনি গোল করেছেন, অন্যটাতে করিয়েছেন। তা সত্ত্বেও অবশ্য ফোরলানের জন্য আলাদা কোনও স্ট্র্যাটেজি নেই জানিয়ে দিয়েছেন মলিনা। এ দিন মুম্বইতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘কোনও একজন ফুটবলারের জন্য আমি প্ল্যান তৈরি করায় বিশ্বাসী নই। মুম্বইয়ের মাঝমাঠ, রক্ষণ এহং ফরোয়ার্ড লাইন যথেষ্ট শক্তিশালী। আমাদের রক্ষণও তৈরি ওদের আটকাতে। একটা টিম হিসাবেই আমরা খেলব।’’

Advertisement

আন্তোনিও হাবাস এবং জন আব্রাহামের টিমকে হারানোর পর মুম্বই জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া। তাদের কোস্টারিকান কোচ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বলেছেন, ‘‘আমরা একটা শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলতে নামব। এটিকে গতবারের অনেক ফুটবলারকেই ধরে রেখেছে। ফলে ওদের বোঝাপড়াটা ভাল। কিন্তু আমরাও ফোকাসড। ম্যাচটা জিততে চাই।’’

মঙ্গলবার আইএসএলে

মুম্বই সিটি এফ সি: আটলেটিকো দে কলকাতা

(মুম্বই ৭-০০)

ফোরলান শেষ পর্যন্ত না খেললে কাকে হিউমের পিছনে সাপোর্টিং স্ট্রাইকার হিসাবে ব্যবহার করবেন তা নিয়ে ঘুম ছুটেছে কলকাতা কোচের। মুম্বইয়ের মতো পরপর ম্যাচ না জিতলেও তাঁর টিমও অপরাজিত। সেটা ধরে রেখেই পরের ম্যাচে কলকাতায় জিকোর মুখোমুখি হতে চাইছেন মলিনা। সে জন্যই অর্ণব-তিরি-প্রীতম-রবার্ট—রক্ষণে কোনও বদল না ঘটিয়েই আজ নামছেন কলকাতার কোচ। বলে দিয়েছেন, ‘‘টিম যে স্ট্র্যাটেজিতে খেলছে তার পরিবর্তন হবে না। টিমেও বড় পরিবর্তন করার পক্ষপাতী নই আমি।’’

সুনীল ছেত্রী-সহ বেঙ্গালুরুর বেশ কয়েক জন প্রথম দলের ফুটবলারকে খেলাতে পারছেন না মুম্বই কোচ। কারণ এ এফ সি কাপের ফিরতি সেমিফাইনালে খেলার জন্য তারা আটকে রয়েছেন। তাতে অবশ্য মুম্বইয়ের জয়টা আটকাচ্ছে না। ‘‘আমরা শুরুটা ভাল করেছি। এটা আমাদের সমর্থকদের তৃপ্তি দিচ্ছে। কিন্তু লিগ সবে শুরু হয়েছে। সতর্ক হয়ে এগোতে হবে,’’ বলে দিয়েছেন ফোরলানদের কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement