সুযোগের অপেক্ষায় ওয়ার্নার

টেস্ট ক্রিকেটে অপরাজিত চারশো রানের ওই ইনিংস লারা খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৪
Share:

পাশাপাশি: কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে ওয়ার্নার। ইনস্টাগ্রাম

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্রায়ান লারার চারশো রানের বিশ্বরেকর্ড ভাঙার একটা সুযোগ তিনি পেয়েছিলেন। কিন্তু অধিনায়ক টিম পেন ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ডেভিড ওয়ার্নার। কিন্তু ওয়ার্নার মনে করেন, লারার রেকর্ড ভাঙার একটা সুযোগ আবার আসবে তাঁর সামনে।

Advertisement

টেস্ট ক্রিকেটে অপরাজিত চারশো রানের ওই ইনিংস লারা খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ওয়ার্নার যে দিন অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেন পাকিস্তানের বিরুদ্ধে, সে দিন ঘটনাচক্রে লারা অ্যাডিলেডেই ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান পরে জানান, তিনি ধরে নিয়েছিলেন ওয়ার্নারের কাছেই বিশ্বরেকর্ড যাচ্ছে। টেস্ট শেষ হওয়ার পরে লারার সঙ্গে দেখা করেছিলেন ওয়ার্নার। যে ছবি পোস্ট করেছেন দু’জনেই। লারা লেখেন, ‘‘এক ফ্রেমে অপরাজিত ৭৩৫।’’ ওয়ার্নারের মন্তব্য, ‘‘কিংবদন্তির সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে। আশা করব, এক দিন ওই চারশো রানের বিশ্বরেকর্ড আমি ভেঙে দিতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement