নেমারকে সাবধান করেছিলেন আলভেস

‘‘আমি খুব ভাল করেই জানি যে, কখনও ও কাউকে আঘাত করতে চায় না। নে এতটাই ভাল ছেলে। অথচ লোকে দেখেছি ওর সম্পর্কে উল্টোটাই ভাবে। কেন ভাবে তার উত্তর সত্যিই আমি জানি না। আসলে ছেলেটা শিশুর মতো সরল। ভীষণ স্পর্শকাতরও।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ০৩:২৬
Share:

ছবি রয়টার্স।

নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে নিয়ে এ বার মুখ খুললেন দানি আলভেস। ব্রাজিলে এক টিভি শো-এ এসে মহাতারকা ডিফেন্ডার আলভেস জানালেন, কী ভাবে বারবার তিনি নেমারকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন।

Advertisement

আলভেস মূলত জানিয়েছেন রাশিয়া বিশ্বকাপের কথাই। বলেছেন, ‘‘আমি সব সময়ই নে-কে (নেমার) উপদেশ দিই। রাশিয়া বিশ্বকাপের সময় বুঝিয়েছিলাম, ব্রাজিল দলে ওর দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। বলেছিলাম এ বার ওকে ভাল কিছু করতেই হবে।’’ যোগ করেছেন, ‘‘নে-কে বলেছিলাম, তুমি কী করছ না করছ, তা ছোটরাও খেয়াল রাখে। দরকার তোমার মধ্যে আরও দায়িত্ববোধের। সেটা এসে গেলে অনেক বেশি সাফল্য পাবেই। বলতাম, বিশ্বকে দেখিয়ে দাও তুমি কত বড় ফুটবলার।’’

এখানেই থামেননি আলভেস। আরও বলেছন, ‘‘আমি খুব ভাল করেই জানি যে, কখনও ও কাউকে আঘাত করতে চায় না। নে এতটাই ভাল ছেলে। অথচ লোকে দেখেছি ওর সম্পর্কে উল্টোটাই ভাবে। কেন ভাবে তার উত্তর সত্যিই আমি জানি না। আসলে ছেলেটা শিশুর মতো সরল। ভীষণ স্পর্শকাতরও।’’

Advertisement

আলভেস মনে করেন এই সারল্যের জন্যই প্যারিস সাঁ জারমাঁ-র ফরোয়ার্ড জীবনে বারবার ভুল করেছেন। ‘‘আশপাশে কী হচ্ছে, না হচ্ছে তা নিয়ে ও বড্ড বেশি মাথা ঘামায়। আমি সব সময়ই এটা করতে ওকে নিষেধ করতাম। বলতাম, নিজের খেলাটা নিয়েই শুধু থাকো। তবে ওকে নিয়ে নানা সময় অনেক বাজে কথাও বলা হয়েছে। তবু ওকে বলতাম, এই সবের জন্যই তোমাকে রুখে দাঁড়াতে হবে। জবাবটা মাঠে খেলেই দিতে হবে,’’ বলেছেন আলভেস। সঙ্গে যোগ করেছেন, ‘‘ওকে বোঝাতাম, যখনই তোমাকে নিয়ে ভুল বা খারাপ কিছু বলা হবে, তখনই তোমাকে মাঠে দারুণ কিছু করতে হবে। জানবে, সেটাই তোমার জবাব। সেটা হলেই লোকে তোমাকে সম্মান জানাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement