মন্তব্য থেকে সরলেন স্টেন। ছবি টুইটার
আইপিএল নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার জানিয়েছেন, তাঁর কেরিয়ারে আইপিএলের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
মঙ্গলবারই স্টেন জানিয়েছিলেন, আইপিএলের থেকে পাকিস্তানের সুপার লিগ খেলা বেশি মজার। কারণ, আইপিএলে ক্রিকেটটাই নাকি গুরুত্ব পায় না। দীর্ঘদিনে ভারতের এই লিগে খেলা ক্রিকেটারের এমন মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।
বুধবারই স্টেন টুইট করে লিখেছেন, “আইপিএল আমার কেরিয়ারে অসামান্য অবদান রেখেছে। বাকি অনেকের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। কাউকে ছোট করতে, অপমান করতে বা কোনও লিগের সঙ্গে তুলনা করতে আমি কথাগুলো বলিনি। তবে নেটমাধ্যম এবং বাইরের কথাবার্তায় অনেক কিছুই রটে। যদি আমি কাউকে আঘাত করে থাকি তার জন্যে ক্ষমা চাইছি।”
উল্লেখ্য, এ বারের আইপিএল থেকে আগেই নাম তুলে নিয়েছিলেন স্টেন। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এ বার পাবে না তাঁকে। নিজেকে তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত।