Tata Steel Chess Tournament 2023

অঘটনের দিন প্রজ্ঞা, গুকেশের

বুধবারের পরে তিন ভারতীয় গ্র্যান্ডমাস্টার দাবাড়ু গুকেশ, প্রজ্ঞা এবং বিদিত খেতাবি লড়াইয়ে একটু পিছিয়েই গিয়েছেন। তবে এখনও তিন রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৫
Share:

মগ্ন: বুধবার টাটা স্টিল দাবায় গ্রিসচুকের সঙ্গে ম্যাচে প্রজ্ঞা। ছবি: পিটিআই।

চলতি টাটা স্টিল দাবায় বুধবার মোটেও ভাল গেল না ভারতীয়দের কাছে। শীর্ষে থাকা ডি গুকেশ হারলেন সতীর্থ বিদিত গুজরাতির কাছে। হারের সুবাদে তিন নম্বরে নেমে গিয়েছেন ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার দাবাড়ু। র‌্যাপিড দাবায় হেরে গেলেন ভারতীয় দাবার বিস্ময় আর প্রজ্ঞানন্দও।

Advertisement

বুধবারের পরে তিন ভারতীয় গ্র্যান্ডমাস্টার দাবাড়ু গুকেশ, প্রজ্ঞা এবং বিদিত খেতাবি লড়াইয়ে একটু পিছিয়েই গিয়েছেন। তবে এখনও তিন রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন তাঁরা। র‌্যাপিড বিভাগে শীর্ষে রয়েছেন ফ্রান্সের ম্যাক্সিম ভ্যাঁসি লাগাভ। ২০২১ সালে বিশ্ব ব্লিৎজ় দাবায় চ্যাম্পিয়ন লাগাভের এই মুহূর্তে পয়েন্ট ৪.৫। তাঁর সঙ্গে পাল্লা দিচ্ছেন আজ়েরবাইজানের তৈমুর রাদজাবভ। তাঁর পয়েন্ট ৪।

ফিডে বিশ্বকাপ দাবায় রানার্স প্রজ্ঞা বড় ধাক্কা খান স্বদেশীয় পি হরিকৃষ্ণের কাছে হেরে। প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয় ম্যাচে হারলেন তিনি। এর আগে মঙ্গলবার প্রজ্ঞা হার মেনেছিলেন জার্মানির ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ভিনসেন্ট কেমারের কাছে। তবে শুরুটা ভাল হয়েছিল প্রজ্ঞার। প্রথম ম্যাচে তিনি হারিয়ে দেন উজ়বেকিস্তানের দাবাড়ু নদিরবেক আব্দুসাতোরভকে। এ দিনের শেষ রাউন্ডে ৬৬ চালের পরে তিনি ম্যাচ ড্র করেন আলেকজ়ান্ডার গ্রিসচুকের সঙ্গে।

Advertisement

লাগাভ এ দিন ছিলেন দারুণ ছন্দে। প্রথম রাউন্ডের ম্যাচে তিনি হারান জার্মানির কেমারকে। পরের রাউন্ডে অবশ্য তিনি আটকে যান ভারতীয় তারকা গুকেশের কাছে। ম্যাচ ড্র হয়ে যায়। শেষ রাউন্ডে তিনি হারান আব্দুসাতোরভ-কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement