Sports News

কমনওয়েলথ শুটিংয়ে মেহুলির রুপো, অপূর্বীর ব্রোঞ্জ

সোমবার শুটিংয়ের শেষ মুহূর্তে মেহুলি ছাপিয়ে গেলেন প্রাক্তন চ্যাম্পিয়ন অপূর্বী চান্ডেলাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছাপিয়ে গেলেন মেহুলি। অল্পের জন্য মার্টিনা লিন্ডসে ভেলোসোকে হারাতে পারলেন না।

Advertisement

সংবাদ সংস্থা

গোল্ড কোস্ট শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ১৪:২৬
Share:

কমনওয়েলথ গেমসে রুপো জয় মেহুলি ঘোষের।—ফাইল চিত্র।

কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রুপো জিতে নিলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। ১৭ বছরের মেহুলির এটাই ছিল প্রথম কমনওয়েলথ।

Advertisement

সোমবার শুটিংয়ের শেষ মুহূর্তে মেহুলি ছাপিয়ে গেলেন প্রাক্তন চ্যাম্পিয়ন অপূর্বী চান্ডেলাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছাপিয়ে গেলেন মেহুলি। অল্পের জন্য মার্টিনা লিন্ডসে ভেলোসোকে হারাতে পারলেন না।

একই ইভেন্টে গ্লাসগো কমনওয়েলথ গেমসে চার বছর আগে সোনা জয়ী অপূর্বীকে সন্তুষ্ট থাকতে হল ব্রো়ঞ্জ পদকেই। আট সদস্যের ফাইনালে শেষ দুটো শটে তৃতীয় স্থান কেড়ে নিলেন অপূর্বী। শেষ দুটো শট অপূর্বী করেন ৯.৯ ও ৯.৪। শেষ করেন ২২৫.৩ পয়েন্টে। মেহুলির পয়েন্ট সেখানে ২৪৭.২।

Advertisement

এই বছরের শুরুতে মেক্সিকোয় আয়োজিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতে বিশ্ব শুটিংয়ে উঠে আসেন মেহুলি।

আরও পড়ুন
শুটিংয়ে জিতুর সোনা, ভারোত্তোলনে রুপো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement