চেক প্রজাতন্ত্র থেকে ফেরার পথে দিল্লি বিমানবন্দরে বারো ঘণ্টা আটক করে রাখা হল দশ ভারতীয় শুটারকে। যে দলে ছিলেন অলিম্পিয়ান শ্যুটার গুরপ্রীত সিংহ এবং কিনান চেনাইরা।
গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিনব বিন্দ্রা, অঞ্জলি ভাগবত, হিনা সিধু-র মতো শুটিং ব্যক্তিত্বরা। টুইটারে অভিনব বিন্দ্রা জানিয়েছেন, ‘‘এই ক্রীড়াবিদরা দেশের প্রতিনিধিত্ব করে। আর তাদের বিমানবন্দরে হেনস্থা করা হল। ক্রিকেট টিমের সঙ্গে এটা হতে পারত কি?’’ দেশের আর এক নাম করা শুটার অঞ্জলি ভাগবত এক ধাপ এগিয়ে টুইট করেন, ‘‘দশ দিন পরেই বিশ্বকাপ। শুটারদের সঙ্গে যা করা হল তা মানসিক অত্যাচার।’’
জানা গিয়েছে চেক প্রজাতন্ত্রে প্লাজন শুটিং গ্রঁ প্রি-তে অংশ নিতে গিয়েছিলেন এই শ্যুটাররা। সেখান থেকে ফেরার সময় শ্যুটারদের বন্দুক নিয়ে দেশে ঢোকার অনুমতি না দিয়ে আটক করা হয়। অথচ যাওয়ার সময় প্রয়োজনীয় অনুমতি নিয়েই দেশ ছেড়েছিলেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শুটার জানিয়েছেন, ‘‘নিরাপত্তা আধিকারিকরা কিছুই শুনতে চাননি। এমনকী কী কারণে তাঁদের আটক করা হচ্ছে সে ব্যাপারেও কিছু বলতে চাননি।’’
মজার ব্যাপার, ঘটনার সময় দলের সঙ্গে যাওয়া ম্যানেজারকে খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন কর্তারা জানিয়েছেন, ‘‘ম্যানেজার অমর জং বিমানবন্দরেই ছিলেন। দেশে বন্দুক নিয়ে ঢোকায় নিয়ম এক সপ্তাহ আগেই বদলেছে। তাই এই দুর্ভোগ।’’