নায়ক: প্রথম গোলের পর উৎসব রোনাল্ডো ও পর্তুগালের। ছবি:রয়টার্স
পর্তুগাল ২ : অ্যান্ডোরা ০
গত ৬ অক্টোবর পেরুর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের রাস্তা কঠিন হয়ে গেল লিওনেল মেসির আর্জেন্তিনার কাছে। আর শনিবারেই অ্যান্ডোরার বিরুদ্ধে তাঁরই প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে জিতে রাশিয়া যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলল ইউরো কাপ জয়ী পর্তুগাল। অ্যান্ডোরাকে ২-০ গোলে হারায় পর্তুগাল। আগামী মঙ্গলবার লিসবনে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাঁদের গ্রুপ লিগের শেষ ম্যাচ। পর্তুগালের গ্রুপ বি। সেই গ্রুপে শীর্ষস্থানে রয়েছে সুইৎজারল্যান্ড। তারা ৫-২ গোলে হাঙ্গেরিকে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পর্তুগালের রয়েছে ২৪ পয়েন্ট এবং গোল পার্থক্যে তারা এগিয়ে। রাশিয়ার টিকিট সরাসরি হাতে পেতে গেলে মঙ্গলবার জিততেই হবে রোনাল্ডোদের। ড্র হলে সরাসরি রাশিয়া যাবে সুইজারল্যান্ড। সেক্ষেত্রে পর্তুগালকে প্লে-অফ খেলে আসতে হবে। ইউরোপের ৯টি গ্রুপের ৯টি চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। ৯টি গ্রুপের ৯টি রানার্সের মধ্যে এগিয়ে থাকা ৮টি দল খেলার সুযোগ পাবে প্লে-অফে। সেখান থেকে প্রথম ৪টি দল খেলার সুযোগ পাবে রাশিয়া বিশ্বকাপে।
আরও পড়ুন: ‘নামী বাবার ছেলে হওয়ার চাপ নিতে হয় না আমাকে’
পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস হলুদ কার্ডের হাত থেকে রোনাল্ডোকে বাঁচাতে দ্বিতীয়ার্ধে নামানোর সিদ্ধান্ত নেন। অ্যান্ডোরার কড়া রক্ষণ ভাঙতে ৬৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পর্তুগালকে। ৬৪ মিনিটে গোল করে পর্তুগিজদের এগিয়ে দেন রোনাল্ডোই। পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন আন্দ্রে সিলভা। ম্যাচ জেতার পরে পর্তুগিজ কোচ বলেন, ‘‘অ্যান্ডোরার মাঠের কৃত্রিম ঘাস আন্তর্জাতিক ফুটবল খেলার অযোগ্য। এই মাঠেও রোনাল্ডো প্রমাণ করেছে, ও যে কোনও কন্ডিশনে গোল করে ম্যাচের রং বদলে দিতে পারে।’’
বিশ্বকাপ আয়োজন পর্বে ১৫ গোল করে শীর্ষ গোলদাতার স্থানে পৌঁছলেন রোনাল্ডো, ছুঁলেন পোল্যান্ডের রবার্ট লেয়নডস্কি-কে। ১৪৪তম আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৭৯তম গোল হয়ে গেল।
গ্রুপ ‘এ’-তে ব্লেজ মাতুইদির গোলে বুলগেরিয়াকে ১-০ হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল ফ্রান্স। অন্যদিকে, নেদারল্যান্ডস ৩-১ গোলে বেলারুসকে হারিয়েও অনিশ্চয়তার অন্ধকারে। রাশিয়া বিশ্বকাপ খেলতে হলে ়ডাচদের এখন ঘরের মাঠে সুইডেনকে ৭-০ গোলে হারাতে হবে। যা অসম্ভব বলে মনে করেন স্বয়ং রবেন। তিনি বলেছেন, ‘‘অসম্ভবকে সম্ভব করাই খেলার ধর্ম, কিন্তু সুইডেনকে সাত গোলে হারানোটা আমার কাছে বেশ অবাস্তব মনে হচ্ছে।’’