কাজে আসেনি ধোনির পরামর্শও ছবি: টুইটার
দিনটা ছিল না যুজবেন্দ্র চহালের। কোনও পরিকল্পনা কাজে দিচ্ছিল না। এমনকি উইকেটের পিছন থেকে মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শেও ফল আসেনি। ৪ ওভারে ৬৪ রান দিয়েছিলেন চহাল, যা ভারতীয় বোলারদের টি২০-র একটি ম্যাচে দেওয়া সর্বোচ্চ রান। তার পরেও ধোনির সমর্থন পেয়েছিলেন মাহি। তাঁকে বেসি চিন্তা না করে শান্ত থাকতে বলেছিলেন ধোনি।
ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলে আনেন চহাল। তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক টি২০ ম্যাচে আমি ৬৪ রান দিয়েছিলাম। ক্লাসেন খুব মারছিল। মাহি ভাই আমাকে রাউন্ড দ্য উইকেট বল করতে বলল। তাতেও আমাকে ছক্কা মারল। তখন দেখলাম মাহি ভাই আমার দিকে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, এ বার কী করব? মাহি ভাই বলল, আমি এমনি কথা বলতে এসেছি।’’
তার পরেই ধোনি চহালকে বলেছিলেন, দিনটি তাঁর নয়। সব রকম চেষ্টা করেও কিছু হচ্ছে না। তাই তাঁকে বেশি চিন্তা না করে নিজের চার ওভার শেষ করতে বলেন ধোনি। তিনিও সেটাই করেন।
ওই পরিস্থিতিতে কেউ সমালোচনা করলে তাতে তাঁর আত্মবিশ্বাস আরও কমে যেতে পারত বলেই জানিয়েছেন চহাল। কিন্তু ধোনি তাঁকে আত্মবিশ্বাস দেন। তার ফলে পরবর্তী ম্যাচে তিনি ভাল বল করেছিলেন। এ ভাবেই এক জন সিনিয়র ক্রিকেটারের এক জন তরুণের পাশে দাঁড়ানো উচিত বলেই মনে করেন চহাল।