যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
আবার রানে ফিরলেন যশস্বী জয়সওয়াল। জয়পুরে রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর অর্ধশতরানে ভর করে ১৭৩/৪ তুলল রাজস্থান। তবে বাকি ব্যাটারেরা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। কঠিন পিচে রান তোলাও সহজ কাজ ছিল না। বেঙ্গালুরুর বোলারেরাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন।
জয়পুরের দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে খেলতে নেমেছিল দুই দল। ম্যাচের আগে দুই বিশেষজ্ঞ বলেছিলেন, এই পিচে ভাল রান ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষত সঞ্জু স্যামসন রান পাবেন। এখনও পর্যন্ত ওই পিচে খেলে তিনি কখনও আউট হননি। তার কিছু ক্ষণ পরে রিয়ান পরাগ জানান, রান তুলতে গেলে পরিশ্রম করতে হবে।
ম্যাচ শুরুর পর দেখা গেল রিয়ানের কথাই ঠিক। শুরু থেকেই রাজস্থানের ব্যাটারেরা খুব একটা সুবিধা করতে পারেননি। ভুবনেশ্বর কুমার এবং জশ হেজ়লউড চাপে রেখেছিলেন সঞ্জু এবং যশস্বীকে। পাওয়ার প্লে-র মধ্যে মাত্র একটি ওভারে ১০-এর বেশি রান তোলে রাজস্থান।
সপ্তম ওভারেই আউট হন সঞ্জু। তিনি একেবারেই চালিয়ে খেলতে পারছিলেন না। ক্রুণাল পাণ্ড্যকে এগিয়ে এসে খেলতে গিয়ে জিতেশ শর্মার হাতে স্টাম্পড হন তিনি। নবম ওভারে দু’বার ক্যাচ পড়ে। প্রথমে যশস্বীর ক্যাচ ফেলেন জিতেশ। পরের বলেই যশ দয়াল ফস্কান রিয়ানের ক্যাচ।
জীবন পেয়েও খুব ভাল খেলতে পারেননি রিয়ান। তাঁকেও রান করতে পরিশ্রম করতে হচ্ছিল। দয়ালের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে অর্ধশতরানের পর চালিয়ে খেলার চেষ্টা করছিলেন যশস্বী। তিনি ফেরেন ১৬তম ওভারে। হেজ়লউডের বল প্যাডে লাগার পর পরিষ্কার বোঝাই যাচ্ছিল আউট। তবু যশস্বী একটি রিভিউ নষ্ট করেন।