Jasprit Bumrah

রিহ্যাব করেছেন, স্ক্যানের রিপোর্টও ঠিকঠাক, তবু কার জন‍্য বাদ বুমরাহ? প্রকাশ্যে আসল তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহের। মঙ্গলবার রাতেই সরকারি ভাবে সে কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। বুমরাহকে নিয়ে অকারণ ঝুঁকি নেওয়ার রাস্তায় না হেঁটেই তাঁকে বাদ দিয়েছে বোর্ড?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০
Share:

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহের। মঙ্গলবার রাতেই সরকারি ভাবে সে কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন বুমরাহ। তবে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, যা থেকে মনে করা হচ্ছে, বুমরাহকে নিয়ে অকারণ ঝুঁকি নেওয়ার রাস্তায় না হেঁটেই তাঁকে বাদ দিয়েছে বোর্ড। সেই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকরই।

Advertisement

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “বুমরাহকে পাঁচ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছিল। তার পর এনসিএ-তে ওর রিহ্যাব হয় স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রজনীকান্ত এবং ফিজ়িয়ো তুলসীর অধীনে। এনসিএ-র প্রধান চিকিৎসক নিতিন পটেল যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে পরিষ্কার করে বলা হয়েছে, বুমরাহের রিহ্যাব সফল ভাবে শেষ হয়েছে। ওর স্ক্যানের রিপোর্টও ঠিকঠাক আছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও বুমরাহ বল করতে পারবে কি না, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তাই নির্বাচকেরা ঝুঁকি নিতে চাননি।”

ওই কর্তা আরও বলেছেন, “নিতিন বল ঠেলে দিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকরের কোর্টে। কেউই চাইবেন না প্রচণ্ড সাহস দেখিয়ে আনফিট একজন ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখতে। যদি চিকিৎসকদলই পুরোপুরি সবুজ সঙ্কেত না দেয় তা হলে নির্বাচক কমিটির কী-ই বা করার থাকতে পারে?”

Advertisement

মঙ্গলবার অহমদাবাদে আগরকরের সঙ্গে বৈঠক করেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। আনফিট বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়া হবে কি না তা নিয়ে আলোচনা হয়। অতীতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরাহকে জোর করে খেলাতে গিয়েছিলেন তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মা। একটি ম্যাচ খেলেই আবার চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে গিয়েছিলেন বুমরাহ। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে আগরকরের কমিটি। তাই জোর করে বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement