ICC Women's World Cup

রান রেটের তফাত ০.০১৩! ১১ ওভারে ১৬৮ তুলেও মহিলাদের বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ়‌ের

দু’বছর আগে ভারতে হওয়া পুরুষদের এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়‌। মহিলাদের বিশ্বকাপেও খেলা হচ্ছে না তাদের। শনিবার তাইল্যান্ডের বিরুদ্ধে আপ্রাণ চেষ্টা করেও রান রেটের উন্নতি করতে পারল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২২:১২
Share:
cricket

ওয়েস্ট ইন্ডিজ়‌ের মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।

চুক্তি ভাঙছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আইসিসি-র সঙ্গে যে চুক্তি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সেটাই থাকছে। অর্থাৎ মহিলাদের বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান দল। শনিবার সরকারি ভাবে সে কথা জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement

এ দিন নকভি বলেছেন, “ঠিক যে ভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত এবং তাদের নিরপেক্ষ মাঠে খেলার অনুমতি দেওয়া হয়েছে, সে ভাবে পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ মাঠে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।” পিসিবি প্রধান জানিয়েছেন, নিরপেক্ষ মাঠের ব্যাপারে তাঁদের কোনও পছন্দ নেই। ভারত এবং আইসিসি মিলে আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় দলকে যেতে কখনওই রাজি ছিল না কেন্দ্রীয় সরকার। বিসিসিআই-ও সে কথা আইসিসি-কে জানিয়ে দেয়। তার পরেই একটি চুক্তি হয় আইসিসি, বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে। সেখানে বলা হয়, ২০২৭ পর্যন্ত আইসিসি-র যে সব প্রতিযোগিতা হবে ভারতে, সেখানে পাকিস্তান যাবে না। একই ভাবে, পাকিস্তানে আয়োজিত প্রতিযোগিতায় যাবে না ভারত। নিরপেক্ষ মাঠে খেলা হবে।

Advertisement

ভারতে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এক দিনের বিশ্বকাপ হবে। স্বাভাবিক ভাবেই চুক্তি মনে করিয়ে পাকিস্তান এ দেশে আসতে রাজি নয়। একই ভাবে পরের বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো ভারতে খেলতে আসবে না তারা।

এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পাঁচটি ম্যাচেই জিতেছে পাকিস্তানের মহিলা দল। তারা হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, তাইল্যান্ড এবং বাংলাদেশকে। মহিলা দলের পারফরম্যান্সকে কুর্নিশ করেছেন নকভি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement