India vs England

ফেব্রুয়ারিতেই কটকে তীব্র গরম! ভারত-ইংল্যান্ড ম্যাচে জল ছেটানো হল দর্শকদের গায়ে

কটকের গ্যালারিতে দেখা গেল দর্শকদের গায়ে জলের ছিটে দেওয়া হচ্ছে। সেই সময় মাঠে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলছে। গ্যালারিতে যন্ত্রের মাধ্যমে দর্শকদের গায়ে জলের ছিটে দিচ্ছিলেন কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১
Share:
gallery

দর্শকদের গায়ে জল ছেটানো হচ্ছে। ছবি: এক্স।

ফেব্রুয়ারির শুরুতেই কটকে তীব্র গরম। অবস্থা এতটাই খারাপ যে, দর্শকদের গায়ে জল ছেটানোর ব্যবস্থা করা হল। মাঠে তখন চলছে ভারত-ইংল্যান্ড ম্যাচ। গ্যালারিতে তখন যন্ত্রের মাধ্যমে দর্শকদের গায়ে জলের ছিটে দিচ্ছেন কর্মীরা।

Advertisement

রবিবার দুপুরে কটকের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিক ভাবেই এমন অবস্থায় টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ব্যাট করার সিদ্ধান্ত নেন। গরমের মধ্যে দলের বোলারদের মাঠে নামাতে চাননি তিনি। কটকের স্টেডিয়ামের অনেকটা অংশেই ছাদ নেই। ফলে দর্শকদের যে এই গরমে সমস্যায় পড়তে হবে তা বুঝেছিলেন আয়োজকেরা। সেই কারণেই জলের ছিটে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাতে সাময়িক স্বস্তি পান তাঁরা। বেশির ভাগ দর্শকের মাথায় টুপি দেখা গিয়েছে। অনেকে রুমাল দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন।

ইংল্যান্ডের ব্যাটারেরা শুরু থেকেই রান করছেন। কটকের পিচে বোলারদের জন্য প্রায় কোনও সাহায্য নেই। এমন অবস্থায় বড় রান তোলার পথে ইংল্যান্ড। সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা কমবে। তবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না বলেই দেখাচ্ছে অ্যাকুওয়েদার। ফলে ইংল্যান্ডের বোলারদেরও গরমের মধ্যে বল করতে হবে। যদিও তখন সূর্য না থাকায় অস্বস্তি কিছুটা কমবে। দর্শকেরাও স্বস্তিতে খেলা দেখতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement