Rohit Sharma

রোহিতের নামে স্ট্যান্ড মুম্বইয়ের ওয়াংখেড়েতে, আরও দু’জনকে সম্মান জানানোর সিদ্ধান্ত

ভারতকে অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রোহিত। তাঁকে সম্মান জানানোর জন্যই স্ট্যান্ডে নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে এমসিএ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
Share:
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড। মুম্বই ক্রিকেট সংস্থার বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ড হবে অজিত ওয়াড়েকর এবং শরদ পাওয়ারের নামেও।

Advertisement

ভারতকে অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রোহিত। তাঁকে সম্মান জানানোর জন্যই স্ট্যান্ডে নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে এমসিএ। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি পাওয়ার এবং ভারতের প্রাক্তন ব্যাটার ওয়াড়েকরের নামেও স্ট্যান্ড করা হবে।

এমসিএ-এর তরফে বলা হয়েছে, “ওয়াংখেড়ের স্ট্যান্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিলিন্দ নারভেকর এবং জিতেন্দ্র আওয়াড় প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব সকলে মেনে নিয়েছে।”

Advertisement

দিভেচা প্যাভিলিয়নের লেভেল থ্রি-টি রোহিতের নামে করা হবে। শরদের নামে করা হবে গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল থ্রি। ওয়াড়েকরের নামে করা হবে গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪। ওয়াংখেড়েতে এখন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, বিজয় মার্চেন্ট এবং দিলীপ বেঙ্গসকরের নামে স্ট্যান্ড আছে। সেই তালিকায় এ বার যোগ হচ্ছে রোহিতদের নাম।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত রোহিত। প্রায় প্রতি ম্যাচেই নামছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। যদিও এখনও খুব বেশি রান করতে পারেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement