Virat Kohli

আবার নতুন মাইলফলক কোহলির, এ বার মাঠের বাইরে নজির বিরাটের

মাঠে নতুন নতুন নজির গড়ার জন্য তিনি বিখ্যাত। কিন্তু মাঠের বাইরেও তিনি কম যান না। সে রকমই একটি নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। কী সেটি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ২০:২৭
Share:

তৃতীয় ক্রীড়াবিদ হিসাবে ২৫ কোটি ফলোয়ার হল কোহলির। — ফাইল চিত্র

মাঠে নতুন নতুন নজির গড়ার জন্য তিনি বিখ্যাত। কিন্তু মাঠের বাইরেও তিনি কম যান না। সে রকমই একটি নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। এশিয়ার প্রথম ক্রীড়াবিদ হিসাবে ইনস্টাগ্রামে ২৫ কোটি ‘ফলোয়ার’ হল তাঁর। প্রথম ভারতীয় হিসাবে তিনি ১০ কোটি এবং ২০ কোটির গন্ডি টপকেছিলেন। এ বার ২৫ কোটিও হয়ে গেল।

Advertisement

তৃতীয় ক্রীড়াবিদ হিসাবে ২৫ কোটি ফলোয়ার হল কোহলি। সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ৫৮.৫ কোটি ফলোয়ার রয়েছে। তিনি প্রথম এবং একমাত্র ক্রীড়াবিদ যিনি ৫০ কোটির গন্ডি টপকেছেন। এর পরে রয়েছেন লিয়োনেল মেসি। তাঁর ফলোয়ার সংখ্যা ৪৬.১ কোটি। তবে এখানে কোহলির কথা বিশেষ ভাবে উল্লেখ্য। কারণ ফুটবল বহু দেশ খেললেও ক্রিকেটের জনপ্রিয়তা সীমাবদ্ধ মোটামুটি ১০-১২টি দেশের মধ্যেই।

সে কারণেই কোহলির এই কৃতিত্ব বাকিদের থেকে কিছুটা বেশি বলেই মত বিশেষজ্ঞদের। আগামী দিনে আরও নজির ভাঙবেন বলে মত তাঁদের। এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের মধ্যে তিনি উপরের দিকে রয়েছেন।

Advertisement

কোহলি এখন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক না হলেও তিনিই মুখ। তিনিই সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০১২ সালে এক দিনের দলের সহ-অধিনায়ক হওয়ার পর থেকেই তাঁর জনপ্রিয়তা বেড়েছে। তার পর থেকে পিছনে ফিরে তাকাননি।

একই কথা প্রযোজ্য সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তা নিয়েই। উপরোক্ত তথ্য শুধু ইনস্টাগ্রামের ফলোয়ারের ভিত্তিতে তৈরি করা। এ ছাড়া টুইটার এবং ফেসবুকেও তাঁকে বহু লোক অনুসরণ করেন। হাজার হাজার লোক তাঁর পোস্টে ‘লাইক’ দেন, ‘কমেন্ট’ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement