india cricket

Virat-Rohit: ইডেনে টি২০ সিরিজে বড় নজির গড়তে পারেন রোহিত-কোহলী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে সর্বোচ্চ রান নিয়েও জোর টক্কর কোহলী-রোহিতের। এই মুহূর্তে ১৫ ম্যাচে সব থেকে বেশি ৫১৯ রান রয়েছে রোহিতের। কোহলী ১২ ম্যাচে ৫০১ রান করেছেন। অর্থাৎ এই সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে সর্বোচ্চ রানের তালিকাতেও ওলট-পালট হওয়ার সম্ভাবনা রয়েছে।    

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২২
Share:

বড় রেকর্ডের সামনে দুই ক্রিকেটার ফাইল চিত্র

ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামার আগে বড় রেকর্ডের সামনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। বুধবার থেকে শুরু হতে চলা টি২০ সিরিজেই সেই নজির গড়ার সুযোগ রয়েছে তাঁদের কাছে।

Advertisement

আন্তর্জাতিক টি২০-তে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলী। ৯৫ ম্যাচে ৩২২৭ রান করেছেন তিনি। তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপ্টিল। ১১২ ম্যাচে ৩২৯৯ রান তাঁর। অর্থাৎ গাপ্টিলকে টপকে শীর্ষে ফিরতে কোহলীর আর ৭২ রান দরকার।

গত বছর টি২০ বিশ্বকাপের পরে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজেই কোহলীর রেকর্ড ভেঙেছিলেন গাপ্টিল। সেই সিরিজে তিনটি ম্যাচে যথাক্রমে ৭০, ৩১ ও ৫১ রান করেন তিনি। সেই সিরিজে বিশ্রামে ছিলেন কোহলী। এখন দেখার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নিজের পুরনো জায়গা তিনি ফিরে পান কি না।

Advertisement

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত। ১১৯ ম্যাচে ৩১৯৭ রান করেছেন তিনি। কোহলীর থেকে ৩০ ও গাপ্টিলের থেকে ১০২ রান পিছনে তিনি। তাঁরও সুযোগ রয়েছে আগের দু’জনকে টপকে যাওয়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে সর্বোচ্চ রান নিয়েও জোর টক্কর কোহলী-রোহিতের। এই মুহূর্তে ১৫ ম্যাচে সব থেকে বেশি ৫১৯ রান রয়েছে রোহিতের। কোহলী ১২ ম্যাচে ৫০১ রান করেছেন। অর্থাৎ এই সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে সর্বোচ্চ রানের তালিকাতেও ওলট-পালট হওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement