বিরাট কোহলি। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার সুফল পেলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে সুফল পেয়েছেন লোকেশ রাহুলও। তবে মন খারাপ হতে পারে মহম্মদ সিরাজের।
বিশ্বকাপের মাঝে প্রথম বার প্রকাশিত হল আইসিসি এক দিনের ক্রিকেটের ক্রমতালিকা। বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে রান না পেলেও ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম। বিশ্বকাপে এখন মাঠে না নেমে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন শুভমন গিলও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংসের সুবাদে দু’ধাপ উঠে এসেছেন বিরাট কোহলি। নয় থেকে সাতে উঠে এসেছেন তিনি। তবে প্রথম ১০-এর বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা। রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে এক লাফে ১৫ ধাপ উঠে ১৭ নম্বরে রয়েছেন।
এক দিনের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান হারিয়েছেন সিরাজ। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে একক ভাবে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। প্রথম ১০-এ রয়েছেন ভারতের কুলদীপ যাদবও। এক ধাপ উঠে আট নম্বরে রয়েছেন বাঁহাতি স্পিনার।
অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান বজায় রেখেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। এই তালিকার প্রথম ১০-এ এক মাত্র ভারতীয় হার্দিক পাণ্ড্য। তিনি রয়েছেন সপ্তম স্থানে।