Ranji Trophy

রঞ্জির প্রথম ম্যাচে আকাশকে না পাওয়ার সম্ভাবনা, আশা মুকেশ, অভিমন্যুকে নিয়ে

বাংলা খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। গ্রুপ সি-তে রয়েছে বাংলা। লখনউয়ে সেই ম্যাচে বাংলা দলে সম্ভবত নেই আকাশ দীপ। তবে পাওয়া যাবে অভিমন্যু ঈশ্বরণ এবং মুকেশ কুমারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৯:২০
Share:

আকাশ দীপ। —ফাইল চিত্র।

শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। ঘরোয়া ক্রিকেটের কঠিনতম প্রতিযোগিতা। ১১ অক্টোবর প্রথম ম্যাচ। বাংলা খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। গ্রুপ সি-তে রয়েছে বাংলা। লখনউয়ে সেই ম্যাচে বাংলা দলে সম্ভবত নেই আকাশ দীপ। তবে পাওয়া যাবে অভিমন্যু ঈশ্বরণ এবং মুকেশ কুমারকে।

Advertisement

মঙ্গলবার লখনউ গেল বাংলা দল। সেখানেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবেন অনুষ্টুপেরা। অষ্টমীর দিন শুরু বাংলার রঞ্জি অভিযান। সেই ম্যাচে পাওয়া যাবে না আকাশকে। লখনউ যাওয়ার আগে লক্ষ্মী আনন্দবাজার অনলাইনকে বললেন, “অভিমন্যু এবং মুকেশকে প্রথম ম্যাচে পাওয়া যাবে। আকাশকে বোর্ড ছাড়বে কি না জানি না।” অধিনায়ক অনুষ্টুপও বিমান ধরতে যাওয়ার পথে বললেন, “আকাশ হয়তো ভারতীয় দলে থাকবে। তাই ওকে প্রথম ম্যাচে পাওয়া সম্ভব হবে না। বোর্ড ছাড়বে বলে মনে হয় না।”

রঞ্জির প্রথম ম্যাচ ১১ অক্টোবর থেকে শুরু। ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম টেস্ট শুরু ১৬ অক্টোবর থেকে। বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলা আকাশকে হয়তো নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও দলে চাইবেন রোহিত শর্মারা। সেই কারণেই আকাশকে পাওয়ার সম্ভাবনা কম। ভারতের হয়ে তিনটি ম্যাচে আকাশ আটটি উইকেট নিয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। ব্যাট হাতেও দলকে ভরসা দিয়েছেন। ভারতের সামনে এখন পর পর টেস্ট ম্যাচ। সেই সব টেস্টে আকাশকে হয়তো দেখা যাবে ভারতীয় জার্সিতে। তাই বাংলা আপাতত পাবে না তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement