কোহলীর শততম টেস্টে দুরন্ত শতরান করেন রবীন্দ্র জাডেজা। তাঁর ১৭৫ রানের দৌলতে ৫৭৪ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে খুব ভাল অবস্থায় দেখা যায়নি শ্রীলঙ্কাকে। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার লক্ষ্যে রোহিতরা।
কোহলীকে সম্মান জানালেন রোহিতরা ছবি: টুইটার
শততম টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীকে গার্ড অব অনার দিলেন রোহিত শর্মারা। ভারত ফিল্ডিং করতে নামার সময় কোহলীকে সম্মান জানান ভারতীয় ক্রিকেটাররা।
দ্বিতীয় দিন চা বিরতির ঠিক আগেই ৮ উইকেটে ৫৭৪ রানের মাথায় প্রথম ইনিংস ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার পরেই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ভারতীয় দল ফিল্ডিং করতে নামার সময় দেখা যায় আগে রোহিতরা নেমে পড়েছেন মাঠে। সার দিয়ে দাঁড়ান তাঁরা। তার পরে কোহলী মাঠে নামেন। সতীর্থদের গার্ড অব অনারের মধ্যে দিয়ে উইকেটের দিকে যান তিনি।
এই ঘটনার ভিডিয়ো টুইট করে বিসিসিআই। ক্যাপশনে তারা লেখে, ‘কোহলীর মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। ভারতীয় দল কোহলীর কীর্তিতে তাঁকে গার্ড অব অনার দিল।’
কোহলীর শততম টেস্টে দুরন্ত শতরান করেন রবীন্দ্র জাডেজা। তাঁর ১৭৫ রানের দৌলতে ৫৭৪ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে খুব ভাল অবস্থায় দেখা যায়নি শ্রীলঙ্কাকে। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার লক্ষ্যে রোহিতরা।