IPL 2025

উদ্বিগ্ন গোয়েন‌্কা মুম্বই ম্যাচের পর রোহিতের দ্বারস্থ! লখনউ কর্ণধারকে কী পরামর্শ দিলেন ভারত অধিনায়ক

দলের একাধিক বোলারের চোট নিয়ে উদ্বিগ্ন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার। পরিস্থিতি সামলাতে আইপিএল শুরুর আগে দল না পাওয়া শার্দূল ঠাকুরকে সই করাতে হয় সঞ্জীব গোয়েন্‌কাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৩:৫২
Share:
picture of IPL

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং সঞ্জীব গোয়েন্‌কা (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পরও কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কাকে। মাঠে দাঁড়িয়ে রোহিত শর্মার সঙ্গে খানিক ক্ষণ কথা বলতে দেখা যায় কলকাতার শিল্পপতিকে। ভারতীয় দলের অধিনায়ক কী বলছিলেন গোয়েন্‌কাকে?

Advertisement

দলের একাধিক বোলারের চোট নিয়ে উদ্বিগ্ন লখনউয়ের কর্ণধার। পরিস্থিতি সামলাতে আইপিএল শুরুর আগে দল না পাওয়া শার্দূল ঠাকুরকে সই করাতে হয়। কারণ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান জোরে বোলার মহসিন খান। এ ছাড়াও ময়ঙ্ক যাদব, আকাশ দীপ, আবেশ খান অনিশ্চিত ছিলেন। আবেশকে প্রথম থেকে পেলেও আকাশ দলে যোগ দেন মুম্বই ম্যাচের আগে। ময়ঙ্ক এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। তা নিয়েই রোহিতের সঙ্গে আলোচনা করছিলেন গোয়েন‌্‌কা। তাঁকে আশ্বস্ত করে রোহিত বলেন, ‘‘স্যর, আপনি কেন এত চিন্তা করছেন? আপনার কাছে তো লর্ড আছে।’’ মুম্বইয়ের ক্রিকেটারেরা শার্দূলকে ‘লর্ড’ বলে ডাকেন। ভারতীয় দলের অলরাউন্ডার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ। দল নিয়ে উদ্বিগ্ন গোয়েন্‌কাকে সে কথাই বোঝাচ্ছিলেন রোহিত। উল্লেখ্য, মুম্বই এবং ভারতীয় দলে একসঙ্গে খেলার সুবাদে শার্দূলের সঙ্গে রোহিতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এর আগে দিল্লি ক্যাপিটালসের কাছে দল হারার পর অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছিল গোয়েন্‌কাকে। পন্থকে হাতের ইশারায় বুঝিয়ে ছিলেন, শেষ ওভারে স্টাম্পড আউট করার সুযোগ হাতছাড়া না করলে ম্যাচ হারতে হত না। গত মরসুমে লখউয়ের তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুলকেও একটি ম্যাচে হারের পর প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন কলকাতার শিল্পপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement