কত দিন মাঠের বাইরে থাকবেন শাহিন? ছবি: এএফপি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। শেষ দু’ওভার করতে এসে এক বলের পরেই খোঁড়াতে খোঁড়াতে উঠে যান। সেটাই ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেয়। অনেকেরই প্রশ্ন ছিল, কত দিন মাঠের বাইরে থাকতে হবে শাহিনকে?
এক বিবৃতিতে সেই প্রশ্নের উত্তর দিয়েছে পাক বোর্ড। তারা জানিয়েছে, আপাতত দু’সপ্তাহের রিহ্যাব করার পরামর্শ দেওয়া হয়েছে এই জোরে বোলারকে। দেশে ফেরার আগে সোমবার শাহিনের স্ক্যান করা হয়। বড় কোনও চোটের লক্ষণ দেখা যায়নি। হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। সেটা ক্যাচ নিতে গিয়ে মাটিতে ভুল ভাবে পড়ার জন্যেই হয়েছে বলে মনে করছেন দলের ডাক্তাররা।
পাক দলের মুখ্য ডাক্তার নাজিবুল্লাহ সুমরো শাহিনের স্ক্যান খতিয়ে দেখেন এবং অস্ট্রেলিয়ার হাঁটু বিশেষজ্ঞ ডাঃ পিটার ডি’আলেসান্দ্রোর সঙ্গে আলোচনা করেন। দু’জনেই নিশ্চিত, বড় কোনও চোট নেই। শাহিন নিজেও আগের থেকে ভাল আছেন। পাকিস্তানে ফেরার পর জাতীয় উৎকর্ষ কেন্দ্রে গিয়ে চোট সারানোর বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। সেই ফলের উপরেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন নির্ভর করছে।
বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছেন শাহিন। চোট দীর্ঘমেয়াদী হলে ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হয়তো খেলতে পারবেন না। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে গিয়ে চোট পান। সে কারণে এশিয়া কাপে খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে উইকেট নিলেও তাঁর বলে সেই পুরনো গতি খুঁজে পাওয়া যায়নি।