T20 World Cup 2022

ভারতকে নিয়ে আলাদা পরিকল্পনা ছকে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর, চিন্তা ব্যাটারের চোট নিয়ে

দলের প্রথম একাদশ পরিষ্কার করে জানালেন না বাবর আজ়ম। তাঁর চিন্তা রয়েছে এক ব্যাটারের চোট নিয়ে। বাবর জানিয়েছেন যে, ভারতের প্রতিটি ক্রিকেটারকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৫:৫৪
Share:

—ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে মেলবোর্নে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের উপর ভরসা রাখছেন বাবর আজ়ম। পাকিস্তানের অধিনায়কের চিন্তা রয়েছে দলে ফখর জ়মানের চোট থাকায়।

Advertisement

ভারতের বিরুদ্ধে গত বারের বিশ্বকাপে ঝড় তুলেছিলেন বাঁহাতি পেসার আফ্রিদি। এ বারেও তাঁর উপর ভরসা রাখছেন বাবর। তিনি বলেন, “আমাদের দারুণ একটা পেস আক্রমণ রয়েছে। শাহিন (আফ্রিদি) দলে ফিরেছে। নাসিম ভাল বল করছে। হ্যারিস রউফ বিগ ব্যাশ লিগে মেলবোর্নের দলের হয়ে খেলে। ও আমাদের এই মাঠ সম্পর্কে বুঝতে সাহায্য করেছে।”

শনিবার সাংবাদিক বৈঠকে বাবর বলেন, “শান মাসুদ ভাল আছে। রিপোর্ট অনুযায়ী সুস্থ আছে ও। ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি। ফখর জ়মানের চোট রয়েছে। দ্রুত সুস্থ হচ্ছে ও। কয়েকটা ম্যাচ সময় লাগবে সুস্থ হতে।” পাকিস্তান দলকে বার বার চিন্তায় ফেলেছে মিডল অর্ডার। ওপেন করতে নেমে বাবর এবং মহম্মদ রিজওয়ান কোনও কারণে রান না পেলে মিডল অর্ডার সেই চাপ সামলাতে পারেনি। বাবর যদিও বিশ্বাস রাখছেন তাঁর দলের মিডল অর্ডারের উপর। তিনি বলেন, “দলের মিডল অর্ডারের উপর আমার ভরসা আছে। ওরাও আমাদের ম্যাচ জেতাতে পারে।”

Advertisement

বাবর জানিয়েছেন যে, ভারতের প্রতিটি ক্রিকেটারকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করেছেন তাঁরা। যদিও ভারতের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে কারা থাকবেন তা পরিষ্কার করে জানাননি বাবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement