IPL 2024 Auction

দেশ ছাড়লেন নিরুপায় প্রধান কোচ! তাঁকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে বিদেশি লিগের দলকে

কেউ ফ্র্যাঞ্চাইজ়ি লিগের দল ছেড়ে আবার কেউ জাতীয় দল ছেড়ে দৌড়চ্ছেন দুবাই। আইপিএলের নিলামে উপস্থিত থাকাকেই প্রাধান্য দিচ্ছেন সকলে। কেউ আবার ধারাভাষ্য দিতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ২০:৫৬
Share:
picture of cricket

—প্রতীকী চিত্র।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল ছেড়ে চলে গেলেন প্রধান কোচ। সহকারী কোচকে দায়িত্ব বুঝিয়ে বিদেশে পাড়ি দিলেন সিডনি ঠান্ডারের কোচ ট্রেভর বেলিস। কারণ তিনি নিরুপায়।

Advertisement

বিগ ব্যাশ লিগে সিডনির কোচ আবার আইপিএলের পঞ্জাব কিংসের প্রধান কোচ। নিজের দেশে দলের খেলার থেকেও তাঁর কাছে বেশি গুরুত্ব পেয়েছে ভারতের টি-টোয়েন্টি লিগের দল। ১৯ ডিসেম্বর নিলাম যোগ দিতে বেলিস দুবাইয়ের বিমানে উঠে পড়েছেন।

মঙ্গলবার বেলিসের সিডনি ঠান্ডার যখন অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে তখন দলের প্রধান কোচ ব্যস্ত থাকবেন পঞ্জাবের হয়ে ক্রিকেটার কিনতে। তাই মঙ্গলবারের ম্যাচের দায়িত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন সহকারী শন ব্র্যাডস্ট্রিটকে। গত বছরও নিলামে অংশ নেওয়ার জন্য বিগ ব্যাশ লিগের মাঝ পথে সিডনি ঠান্ডারকে ফেলে ভারতে চলে এসেছিলেন তিনি। আসলে পৃথিবীর দু’প্রান্তে দু’টি ফ্র্যাঞ্চাইজ়ির প্রধান কোচের দায়িত্ব সামলাতে গিয়ে নাজেহাল দশা হচ্ছে তাঁর। তবু আইপিএলকে উপেক্ষা করতে পারছেন না শিখর ধাওয়ানের দলের কোচ।

Advertisement

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ়ের মাঝে দুবাই আসতে হয়েছে প্যাট কামিন্সের দলের সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরিকে। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ। আবার আইপিএলের নিলামে অংশ নিতে দুবাই চলে আসায় পার্‌থ টেস্টের শেষ দু’দিন চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য করতে পারেননি দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement