মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: সমাজমাধ্যম।
আইপিএলে আটটি ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে চেন্নাই সুপার কিংস। মাত্র দু’টিতে জিতেছে তারা। আইপিএল থেকে প্রায় বিদায় হয়েই গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দলের। চেন্নাইয়ে খেলা দুই প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, এমনটাই হওয়ার ছিল। কারণ মহা নিলামেই আইপিএলে হেরে গিয়েছিল চেন্নাই।
সেই দুই ক্রিকেটার হলেন সুরেশ রায়না এবং হরভজন সিংহ। দু’জনের মতে, নিলামে যে ধরনের ক্রিকেটার কেনা উচিত ছিল তা কিনতে পারেনি চেন্নাই। তার ফল ভুগতে হচ্ছে এখন।
চেন্নাইয়ে দীর্ঘ দিন খেলা রায়না বলেছেন, “সিএসকে-র নিলাম খুব খারাপ হয়েছে। নিলামে এত প্রতিভাবান, এত তরুণ ক্রিকেটার ছিল। কোথায় গেল তারা? তোমরা এত টাকা নিয়ে যাও নিলামে। ঋষভ পন্থকে নিলে না? শ্রেয়স আয়ারকে নিলে না? কেএল রাহুলকে নিলে না? চেন্নাই দলটাকে কখনও এত খোঁড়াতে দেখিনি।”
ক্রিকেটার তুলে আনার দায়িত্বে যাঁরা থাকেন, সেই স্কাউটদের কাঠগড়ায় তুলেছেন হরভজন। তাঁর মতে, চেন্নাইয়ের তরুণ ক্রিকেটারেরা আস্থার দাম রাখতে পারছেন না।
হরভজন বলেছেন, “সিএসকে এত বড় দল। নিলামে ওদের সামনে বড় ক্রিকেটারদের নেওয়ার সুযোগ ছিল। সেটা করেনি। যে সব তরুণ ক্রিকেটারকে নিয়েছে তাদের মধ্যেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা দেখতে পাচ্ছি না। ওদের স্কাউটের বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। ওদের পছন্দের উপরেই তো দল গড়া হয়েছে।”