IPL 2025

সুস্থ হয়ে প্রস্তুতিতে নারাইন, হয়তো ফিরছেন মুম্বই ম্যাচে

কেকেআর-এর এক সদস্য বলছিলেন, ‘‘নারাইন পুরোপুরি সুস্থ। মুম্বইয়ের বিরুদ্ধে ও খেলতে তৈরি। এ বার টিম ম্যানেজমেন্ট ঠিক করবে ওকে ফেরাবে কি না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৮:০২
Share:
স্বস্তি: ওয়াংখেড়েতে অনুশীলনে নামছেন নারাইন। কেকেআর

স্বস্তি: ওয়াংখেড়েতে অনুশীলনে নামছেন নারাইন। কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নেমে পড়লেন সুনীল নারাইন। তিনি পুরোপুরি সুস্থ। সোমবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ফিরতে চলেছেন তিনি।

Advertisement

কেকেআর-এর এক সদস্য বলছিলেন, ‘‘নারাইন পুরোপুরি সুস্থ। মুম্বইয়ের বিরুদ্ধে ও খেলতে তৈরি। এ বার টিম ম্যানেজমেন্ট ঠিক করবে ওকে ফেরাবে কি না।’’

নারাইন সুস্থ থাকলে প্রথম একাদশে তিনি অপরিহার্য। কুইন্টন ডি’ককের সঙ্গে তিনি ওপেন করলে নাইট শিবিরের আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৭ রানে অপরাজিত ছিলেন ডি’কক। প্রথম ম্যাচে ইডেনে নারাইনও শুরুটা খারাপ করেননি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি নারাইনের ব্যাটে বল লাগতে শুরু করে, হার্দিক পাণ্ড্যদের মুখ লুকোনোর জায়গা থাকবে না।

Advertisement

গত ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি নারাইন। তাঁর পরিবর্তে আসা মইন আলি বল হাতে সফল হয়েছেন। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ওপেনার হিসেবে ব্যর্থ। নারাইন ফিরলে মইনকে জায়গা ছাড়তে হতে পারে। কারণ, ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ ছোট। স্পিন-সহায়ক পিচও হয় না। সেখানে মইনের মতো অফস্পিনারের সফল হওয়া কঠিন।

শনিবার অনুশীলনে নেমে বড় শট মারার প্রস্তুতি নেন নারাইন। আন্দ্রে রাসেলও ছিলেন পাশের নেটে। তাঁকেও ছক্কা হাঁকানোর প্রস্তুতি নিতে দেখা যায়। আসলে মুম্বই ম্যাচ মানেই নাইটদের মর্যাদার লড়াই।

আগে বেশ কয়েক বার নাইটদের কর্ণধার শাহরুখ খান বলেছিলেন, মুম্বই ম্যাচ তাঁর কাছে মর্যাদার সব চেয়ে বড় লড়াই। ২০১২ সালে নাইটরা মুম্বই বধ করার পরে শাহরুখ ওয়াংখেড়েতে ঢুকে উৎসব করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বাঁধা দেন এক নিরাপত্তারক্ষী। উত্তপ্ত বাক্যবিনিময়ের পরে শাহরুখ মাঠ থেকে বেরিয়ে যান। তার পর থেকে বেশ কিছু বছর ওয়াংখেড়েতে প্রবেশ করার অনুমতি ছিল না শাহরুখের। তাই মুম্বইয়ের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নাইটদের ম্যাচকে ঘিরে উত্তেজনার অভাব হয় না।

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর-এর পরিসংখ্যানও বলার মতো নয়। ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। কেকেআর জিতেছে মাত্র ১১ বার। ২৩ বার জিতেছে মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও নাইটদের পরিসংখ্যান ভাল না। মুম্বইয়ের ঘরের মাঠে কেকেআর খেলেছে ১৭টি ম্যাচ। জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ। নাইটদের যদিও স্বস্তি দিতে পারে একটি পরিসংখ্যান। শেষ পাঁচ বারের সাক্ষাতে মুম্বই মাত্র এক বার জিতেছে কেকেআর-এর বিরুদ্ধে। চার বারই জয় পেয়েছে নাইটরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিশ্চয়ই এই পরিসংখ্যান দেখে খুশি হবেন।

গত ম্যাচে নাইটরা জেতার পরে মইন আলি সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘‘যত প্রতিযোগিতা এগোবে ততই শক্তিশালী দেখাবে কেকেআরকে। কারণ, আমাদের দলের ভারসাম্য অসাধারণ। এখানে প্রত্যেকের আদর্শ পরিবর্ত আছে।’’ যোগ করেন, ‘‘প্রত্যেকটি ম্যাচেই কঠিন প্রতিপক্ষ থাকবে। আমাদের একই রকম ছন্দে খেলে যেতে হবে।’’

মুম্বই ম্যাচ নিয়েও আশাবাদী ছিলেন মইন। বলেছিলেন, ‘‘একটি ম্যাচ আমাদের জিততে হত। সেই কাজটা করে ফেলেছি। এ বার পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে। মুম্বই তাদের ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবে আমাদেরও শক্তি কম নয়। আগের বার ওয়াংখেড়েতে আমরা জিতেছি। সেই ছন্দই বজায় রাখার চেষ্টা করবে দল।’’

নাইট শিবিরের পরিবেশ এমনিতে ফুরফুরে। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার আগে লিয়োনেল মেসির স্কিল রপ্ত করার চেষ্টা করছিলেন রিঙ্কু সিংহ। তাঁর ফুটবল খেলার ভিডিয়ো দেয় কেকেআর। রিঙ্কু সেখানে নিজের খেলার ধারাভাষ্য দিতে গিয়ে বলছিলেন, ‘‘এই তো মেসি। এই তো একেবারে মেসির মতো হচ্ছে।’’

মুম্বই ম্যাচের আগে এই ফুরফুরে নাইট শিবিরকেই হয়তো দেখতে চেয়েছিলেন কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement