আলোচনায়: গম্ভীরের পছন্দ কি সূর্য? চলছে জল্পনা। —ফাইল চিত্র।
আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে অভিষেক ঘটছে গৌতম গম্ভীরের। শুধু ওই সফরের দল নিয়ে নয়, জানা যাচ্ছে, গম্ভীর ইতিমধ্যেই ভবিষ্যতের দল নিয়েও পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন। তাঁর পাখির চোখ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
কী ধরনের ক্রিকেটার দলে চান তিনি, তা নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলেছেন গম্ভীর। তাঁর মন্তব্য, ‘‘প্রথমে সেই সব ক্রিকেটারকে বেছে নিতে হবে যাদের মধ্যে একটা ভয়ডরহীন মনোভাব আছে।’’ এর পরে আরও পরিষ্কার করে নিজের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছেন গম্ভীর। বলেছেন, ‘‘৫০ ওভারের ক্রিকেটে অবশ্য আমাদের সব ধরনের ক্রিকেটার লাগে। এমন ব্যাটসম্যানেরও প্রয়োজন হয়, যারা ইনিংসটাকে গড়তে পারবে।’’
গম্ভীর মনে করেন, এক দিনের ক্রিকেটে যে আইনের বদল হয়েছে, তা খেলায় বিশাল প্রভাব ফেলেছে। ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘আমাদের সময়ে ৫০ ওভারের ক্রিকেটে একটা নতুন বলে খেলা হত। কিন্তু এখন দু’টো নতুন বলে হয়। দু’টো বল ব্যবহার করা হয় দু’প্রান্ত থেকে। তা ছাড়া ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচ জন ফিল্ডার থাকে। এর ফলে অনিয়মিত বোলার বা ব্যাটসম্যানদের কোনও জায়গা নেই দলে।’’
এক দিনের ক্রিকেটে দু’টো নতুন বলে খেলার এই নিয়ম অনেক সমালোচনার মুখেও পড়েছে। অনেক প্রাক্তন ক্রিকেটার মনে করেন, এর ফলে যেমন রিভার্স সুইং পাওয়া সম্ভব হচ্ছে না, সে রকম ফিঙ্গার স্পিনারদের ভূমিকাও কমে যাচ্ছে। গম্ভীর সে কথা স্বীকার করেছেন, তবে তার মধ্যে থেকেও লড়াই করার রসদ খুঁজছেন তিনি। ভারতের নতুন কোচের কথায়, ‘‘এখন আর রিভার্স সুইং দেখা যায় না। এখন আর ফিঙ্গার স্পিনাররা সে রকম বল ঘোরাতে পারে না। কিন্তু যখনই এই নতুন নিয়ম নিয়ে আলোচনা হয়, তখনই আমার একটা কথা মনে হয়। আমাদের এমন সব ক্রিকেটার খুঁজে বার করতে হবে, যারা এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে।’’
শ্রীলঙ্কা সফরের জন্য এখনও দল ঘোষণা করেনি ভারত। রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার ফলে নির্বাচকদের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। এত দিন শোনা যাচ্ছিল, হার্দিক পাণ্ড্যকেই এই দায়িত্ব দেওয়া হবে। কিন্তু এখন সূর্যকুমার যাদবের নাম ভেসে উঠেছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতের কথা ভেবে গম্ভীর পছন্দ করছেন সূর্যকেই। যাঁর ব্যাটিংয়ে সব সময় ফুটে ওঠে একটা ভয়ডরহীন মানসিকতা। ভারতীয় ক্রিকেট মহলেও এখন চর্চায় সূর্য। মুম্বইয়ের এই তারকার হাতেই শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় কি না, সেটা দেখতে মুখিয়ে অনেকেই। শ্রীলঙ্কা সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত।
গম্ভীর আরও বলেছেন, ‘‘আমাদের দায়িত্ব হল, যে সব ক্রিকেটার নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে পারবে, তাদের খুঁজে বার করা। কেউ কেউ আছে, যারা একেবারেই মানিয়ে নিতে পারে না। তাই জোর করে এদের এমন ধরনের ক্রিকেট খেলানো উচিত নয়, যেটা স্বাভাবিক ভাবে এদের আসে না।’’ এই মুহূর্তে তাঁর সামনে লক্ষ্যটা কী, সেটাও পরিষ্কার জানিয়েছেন গম্ভীর। বলেছেন, ‘‘দু’টো ব্যাপারের উপরে নজর দেব। ভয়ডরহীন ক্রিকেটারদের চিহ্নিত করা এবং দলে ভারসাম্য আনা।’’