Special Metro During KKR Match

শনিবার ইডেনে কেকেআরের ম্যাচ, মাঝরাতে চলবে মেট্রো, লাগবে অতিরিক্ত ভাড়া

শনিবার আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরতে সমস্যা না হয়, তার জন্য মাঝরাতে চলবে মেট্রো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৮:৫০
Share:
cricket

শনিবার ইডেন গার্ডেন্সে হবে কেকেআরের প্রথম ম্যাচ। —ফাইল চিত্র।

শনিবার, ২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরতে সমস্যা না হয়, তার জন্য মাঝরাতে চলবে মেট্রো। দু’টি লাইনে চলবে পরিষেবা। তবে তার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলার ক্রিকেট সংস্থা রাতে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার।

খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। শেষ হতে হতে ১১টা বেজে যাবে। সেই কারণে রাত ১২.১৫ মিনিটে একটি করে বিশেষ মেট্রো চালানো হবে। এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। একটি ট্রেন যাবে কবি সুভাষ। দু’টি ট্রেন একই সময়ে ছাড়বে। রাত ১২.৪৮ মিনিটে ট্রেন দু’টি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পৌঁছবে। প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন।

Advertisement

রাত ১২.১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন ছাড়বে হাওড়া ময়দানের উদ্দেশে। ট্রেনটি গন্তব্য স্টেশনে পৌঁছবে রাত ১২.২৩ মিনিটে।

এই বিশেষ পরিষেবার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। মেট্রোর সাধারণ ভাড়ার থেকে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে। অর্থাৎ, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যেতে ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু এই ট্রেনে যেতে খরচ হবে ৩০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement