মেট্রো রেল। —ফাইল চিত্র।
আইপিএল শুরু হচ্ছে শুক্রবার থেকে। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টিকিটের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। উৎসাহের পাশাপাশি রয়েছে উদ্বেগও। খেলা শেষ হওয়ার পর বাড়ি ফেরা নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁরা আশ্বস্ত হতে পারেন কলকাতা মেট্রো রেলের ব্যবস্থায়।
ইডেনে খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। খেলা শেষ হতে প্রায় রাত ১১টা বেজে যাবে। অত রাতে গাড়ি পাওয়া সমস্যা হতে পারে। সে কথা মাথায় রেখে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন মেট্রো কর্তৃপক্ষ। রাত ১২.১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। একটি যাবে উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত। দ্বিতীয়টি যাবে দক্ষিণে কবি সুভাষ পর্যন্ত। দু’টি ট্রেনই গন্তব্যে পৌঁছবে রাত ১২.৪৮ মিনিটে। ট্রেন দু’টি প্রতিটি স্টেশনে থামবে বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
এই বিশেষ ট্রেন ধরার জন্য ক্রিকেটপ্রেমীদের খেলা শেষ হওয়ার পর এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হবে। মাঠ থেকে বেরিয়ে দর্শকেরা যাতে নিশ্চিন্তে ট্রেন ধরতে পারেন, সম্ভবত সেই কারণেই হাতে বেশি সময় দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। খেলা তাড়াতাড়ি শেষ হলে অপেক্ষা আরও লম্বা হবে ক্রিকেটপ্রেমীদের।
আপাতত শুধু ২৩ মার্চ, শনিবার বিশেষ ট্রেনের কথা জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচিতে ইডেনে একটি ম্যাচই রয়েছে।