ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সমস্যা বাড়ল দক্ষিণ আফ্রিকার, পেসারের পর এ বার চোট ব্যাটারের

এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ বার চোট পেলেন মিলারও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপ বাড়ছে দক্ষিণ আফ্রিকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১২:২১
Share:
South Africa cricket team

সমস্যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেলেন ডেভিড মিলার। এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ বার চোট পেলেন মিলারও।

Advertisement

পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেলেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল তাঁদের। দক্ষিণ আফ্রিকার হয়ে মিডল অর্ডারে খেলেন মিলার। কভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তাঁর চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি।

পেসার এনগিডি কুঁচকির চোটে ভুগছেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলেননি তিনি। এনগিডিও রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের কোচ ট্রেভর পেনি জানিয়েছেন যে, আগামী ম্যাচে আফ্রিকার পেসার দলে ফিরতে পারেন। বৃহস্পতিবার ম্যাচ রয়েছে পার্ল রয়্যালসের।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। ইতিমধ্যেই চোটের কারণে এনরিখ নোখিয়ে বাদ। তাঁর বদলে জেরাল্ড কোয়েৎজ়িকে নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু চোট পেয়ে তিনি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ থেকে ছিটকে গিয়েছেন। গত কয়েক মাসে চোটের কারণে ভুগছেন দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার, লিজ়াড উইলিয়ামস, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটারেরা। যে কারণে দক্ষিণ আফ্রিকা এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement