ICC Champions Trophy 2025

পুরস্কারের মঞ্চে নেই আয়োজক পাকিস্তান, ট্রফি দিলেন রজার বিন্নী, জয় শাহ! হতবাক শোয়েব আখতার

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে দেখা গেল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকে। অথচ প্রতিযোগিতার আয়োজক দেশ তারাই। এই ঘটনায় হতবাক শোয়েব আখতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১১:৪৭
Share:
cricket

রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দিচ্ছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ছবি: পিটিআই।

আয়োজক দেশ পাকিস্তান। অথচ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকেই দেখা গেল না। উল্টে পুরস্কার দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এই ঘটনায় হতবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

Advertisement

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দেখা যায়, পুরস্কার বিতরণী মঞ্চে রয়েছেন জয় শাহ, রজার বিন্নী। দেখা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকেও। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বা বোর্ডের অন্য কোনও আধিকারিককে সেখানে দেখা যায়নি। ম্যাচ চলাকালীন গ্যালারিতেও দেখা যায়নি কাউকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে জয়ী দলের ক্রিকেটারদের একটি বিশেষ ব্লেজ়ার পরানো হয়। ভারতীয় ক্রিকেটারদের সেই ব্লেজ়ার পরিয়ে দেন বিন্নী। পরে রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন শাহ। পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে, তা দেখে বোঝার উপায় ছিল না।

Advertisement

এই ঘটনা দুঃখ দিয়েছে আখতারকে। হতাশ তিনি। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, “ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওদের অভিনন্দন। কিন্তু পুরস্কার দেওয়ার সময় পাকিস্তানের কোনও প্রতিনিধিকে দেখতে পেলাম না। পাকিস্তান আয়োজক দেশ। অথচ আমাদেরই কেউ সেখানে নেই। আমি ভাবতেই পারছি না। পুরো বিষয়টা আমার মাথার উপর দিয়ে গিয়েছে। আমরাই আয়োজন করলাম। অথচ আমাদেরই কাউকে দুবাইয়ে দেখা গেল না। খুব হতাশ লাগছে।”

পাকিস্তানের আয়োজন করা নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল ভারত। সে দেশে খেলতে যেতে চায়নি তারা। ফলে প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হয়েছে। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। সেখানেই ফাইনাল হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচে নকভিকে দেখা গিয়েছিল দুবাইয়ে। কিন্তু ফাইনালে কাউকে দেখা গেল না। এই ঘটনা অবাক করেছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement