India Vs Bangladesh

শাকিব কি খেলবেন কানপুরে, কী অবস্থা আঙুলের চোটের? ম্যাচের দু’দিন আগে মুখ খুললেন বাংলাদেশের কোচ

চেন্নাই টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। তার পর ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয় সংশয়। কানপুর টেস্টের দু’দিন আগে সম্ভাবনার কথা জানালেন কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৭
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

চেন্নাই টেস্টে যশপ্রীত বুমরার বলে আঙুলে চোট পেয়েছিলেন শাকিব আল হাসান। চোট নিয়েই ব্যাট, বল করেন। ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। ম্যাচের দু’দিন আগে শাকিবের খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরেসিংহে।

Advertisement

চেন্নাইয়ে আঙুলে টেপ জড়িয়ে খেলতে দেখা গিয়েছিল শাকিবকে। বল করতে সমস্যা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের। নাজমুল হোসেন শান্ত তাঁকে বোলার হিসাবে তেমন ব্যবহার করতে পারেননি। শাকিবের ফর্ম নিয়েও সমালোচনা হয়েছিল বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিতে। যদিও বাংলাদেশ দলের ভারসাম্যের ক্ষেত্রে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোচ হাথুরেসিংহের কথা স্বস্তি দিতে পারে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাথুরেসিংহে বলেছেন, ‘‘দলের ফিজিয়ো বা অন্য কেউ আমাকে কিছু বলেনি। শাকিব খেলতে পারবে বলেই জানি।’’ বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ফর্ম নিয়ে আলোচনা হলেও কোচ চিন্তিত নন। তিনি বলেছেন, ‘‘শাকিবের খেলায় আমি অন্তত হতাশ নই। আমার চিন্তা গোটা দলের পারফরম্যান্স। আরও ভাল করতে পারতাম আমরা। শাকিব নিজেও জানে ও আরও ভাল খেলতে পারে। তা ছাড়া আমরা সবাই শাকিবের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে কিন্তু শাকিব যথেষ্ট ভাল ব্যাটিং করেছিল। আত্মবিশ্বাসের অভাবের জন্য বড় ইনিংস খেলতে পারেনি তা নয়। প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল।’’ উল্লেখ্য, চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৩২ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন শাকিব। ম্যাচে মোট ২১ ওভার বল করেন।

Advertisement

বাংলাদেশ দল কানপুরে বুধবার প্রথম অনুশীলন করেছে। যদিও শাকিব নিরাপত্তা নিয়ে ভাবছে না বাংলাদেশ শিবির। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যবস্থার উপর আস্থা রাখছেন হাথুরেসিংহেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement