সুপার সিক্সের ম্যাচে স্কটিশরা ৩১ রানে জয় পায়। ছবি: সংগৃহীত।
জ়িম্বাবোয়ের বিশ্বকাপে মূলপর্বে খেলার আশায় জল ঢেলে দিল স্কটল্যান্ড। সুপার সিক্সের ম্যাচে স্কটিশরা ৩১ রানে জয় পায়। ফলে সিকান্দর রাজ়াদের ভারতে একদিনের বিশ্বকাপে খেলা হচ্ছে না। টস জিতে মঙ্গলবার জ়িম্বাবোয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় স্কটল্যান্ডকে। ৫০ ওভারে তারা তোলে ২৩৮-৮।
জবাবে শুরুতেই ধাক্কা খায় জ়িম্বাবোয়ে। চার জন আউট হয়ে যান বোর্ডে ৩৭ রান উঠতেই। পাওয়ার প্লে-তে বিধ্বংসী বোলিং করে তিনজনকে ফেরান পেসার ক্রিস সোল। জ়িম্বাবোয়ের ইনিংস থেমে যায় ৪১.১ ওভারে, সাকূল্যে ২০৩ রান তুলে। কিছুটা লড়েছিলেন রায়ান বার্ল ও রাজ়া। এই দু’জন পঞ্চম উইকেটে ৫৪ রান তোলেন। বার্লে ৮৪ বলে করেন ৮৩। সিকান্দর আউট হন ৩৪ স্কোরে।
জ়িম্বাবোয়েকে মূলপর্বে খেলতে শেষ দু’টি ম্যাচের একটিতে জিততে হত। আগের ম্যাচে সেখানে তারা শ্রীলঙ্কার কাছে বিশ্রী ভাবে হারে। কেউ ভাবেনি স্কটল্যান্ডের কাছেও তারা হেরে যাবে। এই হারে তাদের নেট রান রেট দাঁড়ায় ০.০৯৯। পাশাপাশি আশা থাকল স্কটল্যান্ডের। গত একদিনের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি জ়িম্বাবোয়ে। তারা শেষ বার খেলেছিল ২০১৫-তে।