CSK vs MI

১১ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে লজ্জার নজির রোহিতের, কী করলেন মুম্বই ব্যাটার?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। তার ১১ মাস পর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন তিনি। আইপিএলের ইতিহাসে সেই নজির আরও দুই ক্রিকেটারের রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:৩৯
Share:
cricket

রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। তার ১১ মাস পর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন তিনি। আইপিএলের ইতিহাসে সেই নজির আরও দুই ক্রিকেটারের রয়েছে।

Advertisement

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মুম্বইয়ের রোহিত। খলিল আহমেদের চতুর্থ বলেই শিবম দুবের হাতে ক্যাচ তুলে দেন। এই নিয়ে আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত, যা যুগ্ম-সর্বোচ্চ। গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের এই নজির রয়েছে। ১৬ বার করে শূন্য করেছেন পীযূষ চাওলা এবং সুনীল নারাইন।

তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে ২৫৮তম ম্যাচ খেললেন তিনি। টপকে গেলেন দীনেশ কার্তিককে (২৫৭)। রোহিতের সামনে এখন শুধু মহেন্দ্র সিংহ ধোনি (২৬৫)।

Advertisement

এই নিয়ে আইপিএলে ১৭ নম্বর মরসুম খেলতে নেমেছেন রোহিত। ২৫৮টি ম্যাচে ৬৬২৮ রান করেছেন তিনি। দু’টি শতরান রয়েছে। গড় ২৯.৭২। অধিনায়ক হিসাবে মুম্বইকে পাঁচ বার ট্রফি জিতিয়েছেন। গত বছর রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement