ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
প্রস্তুতি ম্যাচে কোনও ভারতীয় ব্যাটারই সে ভাবে নজর কাড়তে পারলেন না। বিরাট কোহলি প্রথম ইনিংসে ১৫ করেছিলেন, দ্বিতীয় ইনিংসে করলেন ৩০ রান। দুই ইনিংসেই বোল্ড হলেন ঋষভ পন্থ। চিন্তা রাহুলের চোট নিয়েও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে নামার আগে বেশ চাপে ভারতীয় ব্যাটারেরা। নিজের দেশের মুকেশ কুমার, নীতীশ কুমার রেড্ডিদের সামলাতেই সমস্যায় পড়লেন বিরাটেরা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজ়লউডদের সামনে কী হবে? শর্ট বলের বিরুদ্ধে সমস্যা হচ্ছে পন্থের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও একই সমস্যায় পড়লেন তিনি। আগ্রাসী ব্যাট করতে গেলেন। কিন্তু মুকেশের বলে বোল্ড হয়ে যান। বিরাট কিছু ক্ষণ লড়াই করলেও ৩০ রানের বেশি করতে পারেননি।
রোহিত শর্মা যদি প্রথম টেস্ট খেলতে না পারেন, তা হলে কে ওপেন করবেন? প্রস্তুতি ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলকে নামানো হয়। কিন্তু তাঁর কনুইয়ে বল লাগে। তার পর থেকে আর মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। যশস্বী বরং কিছুটা আশার আলো দেখালেন। ৫২ রান করে অপরাজিত রইলেন তিনি। প্রথম ইনিংসে স্লিপে ক্যাচ দিয়েছিলেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে তেমন ভুল করেননি। গিলও অপরাজিত ৪২ রানে। রবিবার শেষ দিনের খেলা।
২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে আর কোনও অনুশীলন ম্যাচ নেই ভারতের। এই ম্যাচের পর নেটে অনুশীলনের উপরেই ভরসা করতে হবে বিরাটদের। ভারত এ বনাম ভারতীয় দলের একটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তা বাতিল করে দেওয়া হয়। তবে তিন দিনের এই অনুশীলন ম্যাচে ভারত এ দলের কিছু ক্রিকেটার রয়েছেন।