রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন খেলার শেষে চেন্নাই গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের মাঝেই তিনি আবার যোগ দিতে পারেন ভারতীয় দলের সঙ্গে। রবিবারই রাজকোটে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার।
অশ্বিনকে ছাড়াই তৃতীয় দিন খেলেছেন রোহিত শর্মারা। কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে দাড়িয়েছেন জাতীয় দলের সতীর্থেরা। মায়ের অসুস্থতার খবর পেয়ে চেন্নাই ফিরে গেলেও অশ্বিনও ভোলেননি নিজের দায়িত্ব। মাকে দেখে দলের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অফস্পিনার। রবিবার খেলা শুরুর আগে অশ্বিনের ফিরে আসার খবর জানিয়েছেন কুলদীপ যাদব। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে ভারতীয় দলের অন্যতম সদস্য বলেছেন, ‘‘আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় অশ্বিন ভাই হয়তো ফিরে আসবেন।’’ সূত্রের খবর, রবিবার মধ্যাহ্নভোজের বিরতির আগেই স্টেডিয়ামে পৌঁছে যাবেন অশ্বিন। অশ্বিন ফিরে এলে নিশ্চিত ভাবে রোহিতদের শক্তি বাড়বে। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন প্রয়োজন হলে। বলও করতে পারবেন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের কোনও ক্রিকেটার খেলার সময় মাঠে অনুপস্থিত থাকলে, মাঠে ফেরার পর তাঁকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্যাট বা বল করার জন্য। সেই নিয়ম মতো মাঠে ফিরেই বল করতে পারার কথা নয় অভিজ্ঞ অফস্পিনারের। অশ্বিনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তিনি মাঠে ফিরলেই বল বা ব্যাট করতে পারবেন। মানবিক কারণে এমনই সিদ্ধান্ত নিয়েছেন রাজকোট টেস্টের দুই আম্পায়ার।