বাংলাকে টানলেন অনুষ্টুপ। শতরান করলেন তিনি। —ফাইল চিত্র
একই দিনে দু’রকমের খেলা দেখাল বাংলা। দিনের শুরুতে তাসের ঘরের মতো ভাঙল বাংলার টপ ও মিডল অর্ডার। পরের দিকে আবার ঝোড়ো ব্যাটিং করলেন অনুষ্টুপ, শাহবাজ়রা। তার ফলে রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভাল জায়গায় বাংলা। ৯ উইকেট হারিয়ে দলের রান ৩১০।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হিমাচল প্রদেশ। ঘরের মাঠে শুরুতে বেকায়দায় পড়েছিল বাংলা। আবহাওয়া দুর্দান্ত ভাবে কাজে লাগান হিমাচলের বোলাররা। দুই ওপেনার অভিষেক দাস ও কৌশিক ঘোষ ব্যর্থ। তিন নম্বরে নামা সুদীপ ঘরামিও রান পাননি। সায়ন মণ্ডল করেন শূন্য। অধিনায়ক মনোজও ব্যর্থ। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাংলার ব্যাটারদের আয়ারাম-গয়ারাম খেলায় মাত্র ৪৪ রানে ৫ উইকেট পড়ে যায়।
দেখে মনে হচ্ছিল, মধ্যাহ্নভোজের পরেই হয়তো ফিল্ডিং করতে নামতে হবে বাংলাকে। তখনই খেলা পুরো বদলে গেল। জুটি বাঁধলেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ় আহমেদ। ১১০ রান যোগ করলেন তাঁরা। শুধু উইকেটে টিকে থাকা নয়, দ্রুত রান তুলছিলেন তাঁরা। বাংলার ক্রিকেটারদের খেলার ধরন বদলে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় হিমাচল প্রদেশের বোলিং আক্রমণ।
শাহবাজ় ৪৯ রান করে আউট হয়ে যান। কিন্তু অনুষ্টুপ নিজের ব্যাটিং চালিয়ে যান। তাঁকে সমস্যায় ফেলতে পারেননি হিমাচলের বোলাররা। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রান করেন তিনি। আকাশ দীপ তাঁকে সঙ্গ দেন। ৪৫ বলে ৩৪ রান করেন তিনি।
মাত্র ১৭ ওভারে ৫ উইকেট হারালেও দিনের বাকি সময়ে তাদের মাত্র ৪ উইকেট পড়ে। দিনের শেষে বাংলার রান ৯ উইকেটে ৩১০। অনুষ্টুপ ১৫৯ রান করে ব্যাট করছেন। দ্বিতীয় দিন আরও কিছু রান যোগ করতে চাইবেন তিনি। হিমাচল প্রদেশের বোলারদের মধ্যে নজর কেড়েছেন সিদ্ধার্থ শর্মা। ৬৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।