IPL 2025

১৪ বছর বয়সে রশিদ-ইশান্তদের অনায়াসে ছক্কা মারছেন বৈভব! রহস্য ফাঁস রাজস্থানের ব্যাটিং কোচের

সোমবার বৈভবের ছক্কা ৯০ মিটারেরও বেশি দূরত্ব পার করে। এত বড় বড় ছক্কা মারার শক্তি ১৪ বছর বয়সে পাওয়া সম্ভব? রহস্য ফাঁস করলেন রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১২:০৭
Share:
Vaibhab Suryavanshi

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক মানের বোলারদের ছক্কা হাঁকাচ্ছে। অনায়াসে শতরান করছে। কী ভাবে এমনটা সম্ভব? গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বৈভবের এমন শতরানের পর তার খেলার ধরন বোঝালেন বিক্রম রাঠৌর। এক সময় যিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন এবং এখন রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ।

Advertisement

বিহারে জন্ম বৈভবের। সেখান থেকে বয়সভিত্তিক ক্রিকেটে নজর কেড়েছিল। খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। রাঠৌর বলেন, “দুর্দান্ত একটা ইনিংস। গত কয়েক মাস ধরে নেটে বৈভবকে খেলতে দেখেছি। আমরা জানি ও কী করতে পারে। কিন্তু এত দর্শকের সামনে খেলাটা সহজ নয়। শক্তিশালী বোলিং আক্রমণ, ম্যাচের চাপ সামলে এই শতরান করাটা বেশ কঠিন। বৈভবকে তার কৃতিত্ব দিতেই হবে।”

সোমবার বৈভব ৯০ মিটারের উপরে ছক্কা মারে। এত বড় বড় ছক্কা মারার শক্তি ১৪ বছর বয়সে পাওয়া সম্ভব? রাঠৌর বলেন, “বৈভব সাংঘাতিক প্রতিভাধর। টেকনিক্যালিও দুর্দান্ত। বল মারার সময় একটা বাড়তি শক্তি তৈরি করে। সোমবার ও সেটা দেখিয়ে দিয়েছে। বৈভবের এই ইনিংস নিয়ে অনেক কথা বলা যায়। ১৪ বছরের একটা ছেলে এই ভাবে খেললে অবাক তো হতেই হবে। চার মাস আগে ট্রায়ালে দেখেছিলাম ওকে। সেই সময় থেকেই জানি ও বাকিদের চেয়ে আলাদা। আমাদের উপর দায়িত্ব ছিল ওকে এই মঞ্চের জন্য তৈরি করা। কৃতিত্ব বৈভবের। ও চাপের মুখেও দারুণ মানসিক কাঠিন্য দেখিয়েছে। দুর্দান্ত ইনিংস খেলেছে।”

Advertisement

রাজস্থান রয়্যালসের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ১ মে হবে সেই ম্যাচ। ঘরের মাঠেই খেলবে রাজস্থান। সেই ম্যাচেও নজর থাকবে বৈভবের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement