India Vs Bangladesh

কানপুরে বাংলাদেশকে চুনকামের লক্ষ্যে রোহিতদের বাধা কি বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

চেন্নাইয়ে জিতে সিরিজ়ে এগিয়েছে ভারত। কানপুরে জিতে সিরিজ়ে বাংলাদেশকে চুনকাম করতে চাইছেন রোহিত শর্মারা। সেই লক্ষ্যে বাধা হতে পারে বৃষ্টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৬
Share:

চেন্নাইয়ে বাংলাদেশকে হারানোর পরে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। কানপুরেও কি এই ছবি দেখা যাবে? —ফাইল চিত্র।

চেন্নাইয়ে চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু তৃতীয় দিন প্রথম সেশনেই খেলা জিতে যায় ভারত। সিরিজ়ে ১-০ এগিয়েছে তারা। কানপুরে জিতে সিরিজ়ে বাংলাদেশকে চুনকাম করতে চাইছেন রোহিত শর্মারা। সেই লক্ষ্যে বাধা হতে পারে বৃষ্টি।

Advertisement

কানপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। কানপুরে কালো মাটির পিচ তৈরি করা হয়েছে। বৃষ্টি হলে পিচের বাউন্স আরও কমে যেতে পারে। তাতে উইকেট তুলতে সমস্যা হতে পারে বোলারদের।

টেস্টের আগে অবশ্য কানপুরের আবহাওয়া স্বাভাবিক। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ শতাংশ। তাপমাত্রা বেশি হওয়ায় বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলন ঐচ্ছিক রাখা হয়েছে। ক্রিকেটারদের ধকল সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

কানপুরে শেষ বার ২০২১ সালে খেলেছিল ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ড্র হয়েছিল। কানপুরে সাধারণত শুরুতে পেসারেরা সুবিধা পেলেও যত খেলা গড়ায় তত স্পিনারেরা সুবিধা পেতে থাকেন। সেই কারণে দ্বিতীয় টেস্টে তিন পেসারের বদলে তিন স্পিনার খেলাতে পারে ভারত। সে ক্ষেত্রে হয়তো আকাশ দীপের বদলে কুলদীপ যাদব বা অক্ষর পটেলকে খেলানো হবে।

বাংলাদেশকে হারালে দেশের মাটিতে টেস্টে টানা ১৮টি সিরিজ় জিতবে ভারত। সেই লক্ষ্যেই এগোচ্ছেন রোহিত শর্মারা। তবে তাঁরা চান টেস্ট জিততে। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে চান তাঁরা। সেই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement