Rahul Dravid

Rahul Dravid: মাঠে নামলেন নতুন কোচ, কিছু না বলেই পেকে যাওয়া জুলপিতে বুঝিয়ে দিলেন অনেক কিছু

বিসিসিআই-এর টুইটারে দেখা গিয়েছিল নিজের হাতে থ্রো-ডাউন দিচ্ছিলেন রোহিতকে। তিনিই এখন চালক। দলের অন্যতম প্রধান অস্ত্রকে তৈরি করছেন নিজের হাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৮:৫২
Share:

ন’বছর পর ফের ভারতীয় দলের সাজঘরে দ্রাবিড়। ছবি: টুইটার থেকে

ভারতীয় দলের চালকের আসনে এখন রাহুল দ্রাবিড়। বাস থেকে নামলেন সকলের আগে। তাঁর পিছনে রোহিত শর্মা। ন’বছর পর ফের ভারতীয় দলের সাজঘরে দ্রাবিড়। মাথায় একটা টুপি। তার পাশ দিয়ে দেখা যাচ্ছে পেকে যাওয়া জুলপি। ঢাকার কোনও চেষ্টা করেননি। লোক দেখানো কাজে যে তিনি বিশ্বাস করেন না। নিজের কাজ করতে এসেছেন।

ভারতীয় দলের ফুল হাতা জার্সি তাঁর গায়ে। মাঠে নেমে সোজা চলে গেলেন পিচ দেখতে। আম্পায়ারের অনুমতি নিয়ে ছুঁয়ে দেখলেন পিচ। দুই উইকেটের সামনে আঙুল দিয়ে চাপ দিলেন। উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে গিয়ে এক বার ফিরে তাকালেন। স্থির দৃষ্টি পিচের দিকে। এ বার ফিরে গেলেন।

Advertisement

মহম্মদ সিরাজকে তৈরি করছেন রাহুল দ্রাবিড়। ছবি: পিটিআই

বিসিসিআই-এর টুইটারে দেখা গিয়েছিল নিজের হাতে থ্রো-ডাউন দিচ্ছিলেন রোহিত শর্মাকে। তিনিই এখন চালক। দলের অন্যতম প্রধান অস্ত্রকে তৈরি করছেন নিজের হাতে। ম্যাচের দিন মাঠে নেমেও তীক্ষ্ণ দৃষ্টি সকলের দিকে। কথা বলতে দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে, এক সময়ের সতীর্থ তাঁর অধীনে খেলতে নামছেন। দলের প্রত্যেককে চাঙ্গা রাখার চেষ্টা করছেন।

তীক্ষ্ণ নজর শ্রেয়াসদের দিকে। ছবি: পিটিআই

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘কিছু তো পাল্টাবেই।’ ম্যাচে বোঝা যাবে কতটা বদলেছে ভারতীয় দল। বুধবার শুধু অধিনায়ক রোহিতের পরীক্ষা নয়, মাঠের বাইরে থাকা দ্রোণাচার্যকেও পরীক্ষার মুখে পড়তে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপ থেকে হেরে ফেরা দলটাকে বদলে দেওয়ার পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement